সোমবার , ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ৭ই শাবান, ১৪৪৭ হিজরি

টেকনোলজিস্টদের নার্স হিসেবে নিবন্ধন বন্ধসহ তিন দফা দাবিতে রাঙামাটিতে মানববন্ধন

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২১

টেকনোলজিস্টদের নার্স হিসেবে নিবন্ধন বন্ধসহ তিন দফা দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি তিনদিন ব্যাপী কালো ব্যাজ ধারণ কর্মসূচি গ্রহণ করেছে নবগঠিত নাসের্স সংগ্রাম পরিষদ রাঙামাটি জেনারেল হাসপাতাল রাঙামাটি।আজ শনিবার ১৩ ফেব্রুয়ারি সকাল সাড়ে আটটায় নাসের্স সংগ্রাম পরিষদ ও নাসিং ইন্সটিটিউট সদস্যরা সম্মিলিত ভাবে রাঙামাটি জেনারেল হাসপাতাল প্রাঙ্গনে মানববন্ধন করেন।কেন্দ্রীয় কর্মসুচীর অংশহিসেবে আগামীকাল কালোব্যাজ ধারণের পাশাপাশি মানববন্ধনের ঘোষণা দেওয়া হয়।নাসের্স নেতা সিনিয়র ষ্টাফ নার্স শুভ্রা রানী বড়ুয়া বলেন, এ সময়ের মধ্যে তাঁদের তিন দফা দাবি বাস্তবায়ন না হলে আগামী ১৭ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। দেশের জন্য স্বাস্থ্য ও নার্সিং পেশার মান রক্ষায় সৃষ্ট পরিস্থিতির দায়ভার বাংলাদেশ নার্সিং ও মিডওয়ইফারি কাউন্সিল এবং সংশ্লিষ্টদের বহন করতে হবে।

তিনি আরও বলেন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সব শর্ত পূরণ করে মেডিকেল শিক্ষার্থীদের মতো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে নার্সিং কোর্সে অধ্যয়নের সুযোগ পায়। পরীক্ষায় উত্তীর্ণরাই কাউন্সিলের কম্প্রিহেনসিভ দায়ত্বি পালনের বৈধ নার্স হিসেবে বিবেচিত হয়। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি স্বতন্ত্র পেশা হিসেবে প্রচলিত হলেও কারিগরি শিক্ষা বোর্ড বিশেষ বিশেষ ক্ষেত্রে চতুরতার মাধ্যমে নার্সিং শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছিল। এতে দেশের জনগণকে চরম স্বাস্থ্য ঝুঁকিতে ফেলে দেওয়া হচ্ছে। একইসঙ্গে নার্সিং শিক্ষা ও সার্ভিসের মান বিনষ্ট হচ্ছে।
নার্সেস সংগ্রাম পরিষদের দাবিগুলো হলো :
১। নাসিং সেবার মান রক্ষাও জন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষে কোন ক্রমেই কারিগরি বোর্ডের অধিন রোগীদের সেবা টেকনোলজিস্টদের নার্স হিসেবে নিবন্ধন দেয়া যাবে না।
২। পরিবার কল্যাণ পরিদর্শকদের ডিপ্লোমা ইন মিডওয়াইফারি সমমান করা যাবে না।
৩। গত ৫ ফেব্রুয়ারি ব্যাচেলর অব নার্সিং সায়ন্সে, ডিপ্লোমা ইন নার্সিং সায়ন্সে অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াাইফারি ছাত্র-ছাত্রীদের নির্ধারিত কম্প্রিহেনসিভ লাইসেন্সিং পরীক্ষার স্থগিতাদেশ প্রত্যাহার করে অবিলম্বে কম্প্রিহেনসিভ লাইসেন্স পরীক্ষার ব্যবস্থা করতে হবে।
নার্সেস সংগ্রাম পরিষদের নেতা মঞ্জুয়ারা বেগম এর সভাপতিত্বে স্বাধীনতা নার্সেস পরিষদের রাঙামাটি জেলা কমিটির সাধারন সম্পাদক মিঠু তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন , স্বাধীনতা নার্সেস পরিষদের রাঙামাটি জেলা কমিটির সভাপতি শুভ্রা রানী বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক সাধনা চাকমা, নার্সেস সংগ্রাম পরিষদের উত্তম কুমার চাকমা, লুবুকি রানী দাস, চঞ্চলা চাকমা, ত্রিসোনা চাকমা, শ্যামলী চাকমা, শাহিদা আক্তার (১), নাজমা খাতুন, রহিমা আক্তার, শাহিদা আক্তার (২), এশিতা চাকমা, রুনা বড়ুয়া ও অমিত দাশ প্রমুখ।

 

CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।