শিক্ষা সনদ কারসাজি করে নিয়োগ নিয়ে এমপিওভুক্ত হওয়ার অভিযোগে সিরাজগঞ্জের তাড়াশের গোন্তা আলিম মাদরাসার অধ্যক্ষ আব্দুল মান্নানকে বরখাস্ত করা হয়েছে। তাকে বরখাস্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সদস্যরা। অভিযোগ সূত্রে জানা গেছে, তাড়াশের গোন্তা আলিম মাদরাসার অধ্যক্ষ তালেবুর রেজা মোঃ আব্দুল মান্নান কামিল পাস করার আগেই মাদরাসার সুপার পদে যোগদান করে এমপিওভুক্ত হন। পরে প্রতিষ্ঠানটি অধ্যক্ষ হয়েছেন তিনি। এভাবেই সরকারি বেতন ভাতা উত্তোলন করছেন।
এসব অভিযোগ প্রমাণিত হওয়ার তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে মিডিয়াকে জানিয়েছেন গভর্নিং বডির সদস্যরা।
মাদরাসার সভাপতি আবুল বাশার বলেন, ১৯৮৪ খ্রিষ্টাব্দে গোন্তা দাখিল মাদরাসা প্রতিষ্ঠিত হয়। ঐ সময় সুপার আব্দুল মান্নান আলিম পাস করেন। আলিম পাসের সনদ দিয়ে কিভাবে সুপার হলেন ভাবতে পারি না। তিনি আরও অভিযোগ করেন, আব্দুল মান্নান প্রথমে সুপার তারপর অধ্য¶ হয়ে দাখিল ও আলিম শাখায় অনেক শিক্ষক নিয়োগ দিয়ে লাখ লাখ টাকা আত্মস্যাৎ করেছেন। তাকে সাময়িক বরখাস্ত করে মাদরাসার সহকারী অধ্যাপক মো. আবু বকর সিদ্দিককে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা ও মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিষ্টার বরাবর আবেদন করা হয়েছে।
তবে, বরখাস্ত হওয়া অধ্যক্ষ তালেবুর রেজা আব্দুল মান্নানের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি কোন কথা বলতে রাজি হননি।
এলাকাবাসিরা জানান আব্দুল মান্নান বরখাস্তের পর কমিটি ভেঙ্গে দেওয়ার জন্য অফিসে ধরনাসহ প্রতিষ্ঠানের বিভিন্ন ক্ষতির ষড়যন্ত্রে লিপ্ত হয়ে বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষকে হুমকি দিচ্ছেন।
CBALO/আপন ইসলাম