কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের বাজার সংলগ্ন মাঠে আজ ১২ ফেব্রুয়ারি জুম্মাবার ৩:৩০ মিঃ সময় হাফজখসনায় অধ্যায়নরত কোরআন হাফেজ দের বিশাল মিলন মেলা অনুষ্ঠিত হবে এখানে ভারুয়াখালীর প্রতিটি হাফেজখানা থেকে কোরআন পড়ুয়া সকল হাফেজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে উপস্থিত হবেন। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে দুই ভাগে বিভক্ত করা হয় হেফজ বিভাগ ও নজারা বিভাগ । অংশগ্রহণকারী প্রতিযোগীদের সকল তালিকা প্রস্তুত করা হয়ে গেছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী হাফেজদের সম্মানী পুরস্কার হিসাবে নগদ অর্থ ও সনদ বিতরণ করা হবে। কোরআনের মিলন মেলাতে প্রতিযোগীদের সহি শুদ্ধ ও মধুর কন্ঠ নির্বাচিত বা বাছাই করতে বিচারক হিসেবে উপস্থিত থাকবেন দূরদূরান্ত থেকে আগত বিশিষ্ট কোরআন হাফিজ ক্বারীগন। উক্ত কুরআনী প্রতিযোগিতা অনুষ্ঠানে দর্শকদের জন্য আলাদা ফ্রেন্ডেলের বসার ব্যবস্থা করা হয়েছে। আয়োজক কমিটি আজ কোরআন হাফিজ এর মিলন মেলায় সকলকে সাদর আমন্ত্রণ ও দাওয়াত ।
CBALO/আপন ইসলাম