অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর সভার কলোনি ও স্টেশন মাছবাজার এলাকায় ফের মাথাচাড়া দিয়ে উঠেছে মাদক ব্যবসায়ীরা। এ এলাকায় অবাধে চলছে মাদক কেনাবেচা। ইয়াবা,ফেনসিডিল, গাজা-সহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রয়ের চলছে ধুম। এলাকাবাসী জানান, স্হানীয় কয়েকজন নিয়ন্ত্রণ করছে এসব মাদক ব্যবসা। এসময় তারা আরও বলেন, প্রতিদিন সন্ধ্যা থেকে মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তদের আনাগোনায় এ এলাকা বসবাসের অনুপোযোগী হয়ে ওঠেছে। রাতভর চলে কেনাবেচা। সম্প্রতি র্যাব-৬ মৃত আশরাফ মোল্লার স্ত্রী ময়না বেগম কে গ্রেফতার করলেও নিয়ন্ত্রণে আসেনি এলাকার মাদক, কারন ময়না বেগম পুলিশ হেফাজতে থাকলেও তার অনুসারী সহ বেশ কয়েকজন পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের নেতৃত্বে চলছে মাদক ব্যবসা।
এসব ব্যবসায়ীরা তাদের ব্যবসার ব্যবহার করছে নতুন কৌশল,মাদকদ্রব্য বিক্রয় কাজে ব্যবহার করছে উঠতি বয়সী ছেলেদের যার কারনে ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে মুল ব্যবসায়ীরা, আর খুচরা ব্যবসায় নিয়জিত নতুন মুখের কারনে সঠিক ভাবে চিহ্নিত করা সম্ভব হচ্ছে না তাদের, একারণে’ই তাদের দ্বারা অভয়য়নগর-সহ পার্শ্ববর্তী এলাকায় সহজে’ই ছড়িয়ে পড়ছে মাদকদ্রব্য,আর বিপথগামী হচ্ছে স্কুল-কলেজের শিক্ষার্থী, তরুণ যুবসমাজ-সহ শহরের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। পৌরসভার মেয়র সুশান্ত কুমার শান্ত জানান, মাদক কেনাবেচার জায়গাগুলোতে পুলিশের সহযোগিতায় অভিযান চালানো হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসাইন খান বলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নের মাদক কেনাবেচার স্থান চিহ্নিত করে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, মাদকের ব্যাপারে অভয়নগর থানা পুলিশ সর্বদা সোচ্চার, অভয়নগরে মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় দেয়া হবে না।
CBALO/আপন ইসলাম