সরকারের সঠিক সিধ্বান্ত কে স্বাগত জানিয়ে করোনাভাইরাস টিকা নিলেন ডিজিটাল তারিফ বার্তা সম্পাদক ও প্রকাসক মোঃ আঃ হান্নান।
১২ই ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকালে এই টিকা গ্রহণ করেন। এসময় মোংলা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলেন, সারাদেশের ন্যায় মোংলায় ৭জানুয়ারী থেকে করোনাভাইরাস টিকা কর্মসুচি অব্যহত আছে। হাসপাতাল পরিসংখ্যা ন অফিসার শামসুল আলম জানান, মোংলার জন্য ৪১০০ডোজ টিকা বরাদ্ব আছে। যাহা ২১০০লোক গ্রহন করিতে পারবেন এবং অনলাইনে ফরম পুরন করতে হবে। ব্যবস্থাপনায় রয়েছেন, মেডিকেল অফিসার ডাঃ মলয় মল্লিক সহ ১২জন সেবিকা। আমরা সরকারি নিয়ম অনুযাই কাজ পরিচালনা করি। তিনি আরোও জানান, যাহারা টিকা গ্রহন করেছেন তাহাদের থেকে কোন বিরুপ প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
CBALO/আপন ইসলাম