সোমবার , ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ৭ই শাবান, ১৪৪৭ হিজরি

নৌকায় ভোট দিয়ে সকল অপশক্তিকে প্রতিহত করুন : এবিএম মোজাম্মেল হক

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২১

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবিএম মোজাম্মেল হক বলেছেন নৌকা প্রতীকে ভোট দিয়ে সকল অপশক্তিকে প্রতিহত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। চৌগাছা পৌরসভায় নৌকার প্রার্থী নুর উদ্দীন আল মামুন হিমেলকে বিজয়ী করতে মঙ্গলবার বিকেলে ছারা বালিকা বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, ১৪ ফেব্রুয়ারি নৌকার প্রার্থীকে বিজয় করাতে সামনের বাকি দিনগুলো সকলকে নিরলসভাবে কাজ করতে হবে। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে এমন কোনো অপশক্তি নেই যে নৌকার বিজয় রুখতে পারে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম হাবিবুর রহমান। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন। সিনিয়র সহসভাপতি আব্দুল মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম মনির, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড রায়হান, সাংগঠনিক সম্পাদক মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, যশোর সদর আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ। বিশেষ অতিথির বক্তৃতায় শহিদুল ইসলাম মিলন বলেন, নৌকা বিজয়ী করতে ভোটের মাঠে যেমন সরব আছেন, ঠিক মনের ভিতরও একইভাবে সরব রাখতে হবে। তিনি উপজেলা নেতা কর্মীদের বলেন ‘বোগলে ইট উপরে শেখ ফরিদ’ এসব চলবে না।

 

নৌকার প্রার্থীকে বিজয় করতে ভিতর-বাহির এক করতে হবে। অ্যাড.মনিরুল ইসলাম মনির বলেন, সাধারণ মানুষের কাছে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডের বাণী পৌঁছে দিতে হবে। জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মেনে সকলেই ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করলে নিশ্চিত বিজয় হবে। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলন যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শাহীন চাকলাদার, চৌগাছা-ঝিকরগাছার সংসদ সদস্য মেজর জেনারেল (অব) ডা. নাছির উদ্দীন, প্রধান অতিথির সফরসঙ্গি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অজয় সরকার, চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা চেয়ারম্যান ড. মোস্তানিচুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শহিদুল ইসলাম মিয়া, সিরাজুল ইসলাম রাজ, যুগ্মসম্পাদক সাইফুর রহমান বাবুল, কেন্দ্রীয় যুবলীগের সদস্য অমিত কুমার বসু, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক দেবাশীষ মিশ্র জয়, সদর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম,

 

মহিলা আওয়ামী লীগের নেত্রী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার, মহিলা আওয়ামী লীগের সভাপতি লাইজু, সাধারণ সম্পাদক জোসনা আরা মিলি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পাশাপোল ইউপি চেয়ারম্যান অবাইদুল ইসলাম সবুজ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবির সোহেল, প্রচার সম্পাদক মাহবুবুল আলম রিংকু, বিজ্ঞান বিষয়ক সম্পাদক রেজাউর রহমান রেন্দু, কৃষি বিষয়ক সম্পাদক মহিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা সানোয়ার হোসেন বকুল, বদরুল আলম, যুবলীগ নেতা শরিফুল ইসলামসহ পৌরসভা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ নেতা-কর্মী ও নৌকার সমর্থক শুভাকাক্সিক্ষ।

 

CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।