শনিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বানারীপাড়ায় নৌকার মেয়র প্রার্থীর ৪০ দফা ইশতেহার

প্রকাশিত হয়েছে- বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০২১

স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা তুলে ধরে ৪০ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন জেলার বানারীপাড়া পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত দ্বিতীয়বার নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধীতা করা মেয়র প্রার্থী এ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল।

বুধবার সকালে মেয়র প্রার্থী সুভাষ চন্দ্র শীল বলেন, বিগত পাঁচ বছর দায়িত্ব পালনকালে নাগরিক সুবিধা বাড়াতে বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রেখে আমি বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ শুরু করেছি। ইতোমধ্যে অনেক কাজ দৃশ্যমান হয়েছে, আর অনেকগুলো চলমান রয়েছে।

১৮টি উন্নয়ন কাজের চিত্র তুলে ধরে মেয়র প্রার্থী বলেন, পৌরসভার উত্তরপাড়-দক্ষিণপাড় ব্রিজ, অ্যাপ্রোচ সড়কসহ একাধিক সড়ক সংস্কার, সন্ধ্যা নদী সুরক্ষা বাঁধ নির্মাণ, গোরস্থান-শ্মশানঘাট নির্মাণ, পৌরসভার প্রতিটি বাড়িতে সুপেয় পানি সরবরাহ নিশ্চিতকরণ, যারমধ্যে প্রথমপর্যায়ে ২২৫টি লাইন সুবিধাবঞ্চিত নাগরিকদের বিনামূল্যে প্রদান, স্ট্রিট লাইট দুইশ’ থেকে ৯৫০টিতে উন্নিতকরণ, পৌরসভা শতভাগ দুর্নীতিমুক্তকরণ করা হয়েছে।
পৌরবাসীর ওপর শতভাগ আস্থা, বিশ্বাস ও ভালোবাসা রেখে মেয়র প্রার্থী বলেন, ২০২৫ সালের মধ্যে বানারীপাড়া দেশের উন্নত আধুনিক পৌরসভায় রূপান্তরিত হবে। তিনি স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনায় ৪০ দফা উল্লেখ করে বলেন, জনগণের কাক্সিখত উন্নয়ন করা আমার লক্ষ্য। নির্বাচিত হলে পৌরসভায় ৩৫০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প নেওয়া হবে, সিটিইআইপি-২ প্রকল্পের আওতায় একশ’ কোটি টাকা ব্যয়ে আধুনিক সড়ক, অবকাঠামোসহ টেকসই উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা হবে, বানারীপাড়াকে প্রথম শ্রেণির পৌরসভায় উন্নীতকরণ, নতুন চারটি গ্রাম মাছরং, রাজ্জাকপুর, মহিষাপোতা ও নরোত্তমপুরকে পৌরসভায় অন্তর্ভুক্ত করা, পাঁচ কোটি টাকার সোলার স্ট্রিট লাইট স্থাপন, পৌরকর প্রদানে অনলাইন ব্যবস্থাপনা, সিটিজেন ডাটাবেইজ তৈরি করে প্রত্যেক নাগরিকদের তথ্য সংগ্রহ, নতুন ১৫টি সড়ক নির্মাণ, নতুন সাতটি ব্রিজ-কালভার্ট নির্মাণ, বান্দরবাজারে তিনতলা বাণিজ্যিক কিচেন মার্কেট তৈরি, সন্ধ্যা নদীর তীরে দৃষ্টিনন্দন ইকো-রিসোর্ট/ট্যুরিস্ট স্পট নির্মাণ, পুরো পৌরসভাকে ওয়াইফাই নেটওয়ার্কের আওতায় নিয়ে আসা হবে।

উল্লেখ্য, বানারীপাড়া পৌরসভা নির্বাচনে আগামী ১৪ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ পৌরসভায় আওয়ামী লীগ, বিএনপি ও আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীসহ তিনজন মেয়র প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।

 

CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।