সোমবার , ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ৭ই শাবান, ১৪৪৭ হিজরি

মুজিববর্ষে পাওয়া এক বৃদ্ধার ঘর ধসে পড়েছে দুইবার

প্রকাশিত হয়েছে- বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০২১
মুজিববর্ষ উপলক্ষ্যে বরগুনার তালতলীতে এক বৃদ্ধাকে প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ঘর ধসে গেছে দুই বার। একবার ধসেছে নির্মাণের সময়। আরেকবার হস্তান্তরের পর।

বরগুনার তালতলী উপজেলার বেহালা গ্রামের বিধবা উর্মিলা রানি। ৬৫ বছরের সহায় সম্বলহীন বিধবা মানুষটি প্রধানমন্ত্রীর উপহারে ঘর পেয়ে হয়েছিলেন ভীষণ খুশি।কিন্ত সেই ঘরই ধসে গেছে।

উর্মিলা রাণির অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা হয়েছে। আপত্তি জানালে উল্টো ধমক খেতে হয়েছে তাকে।

ঘর পাওয়া অন্যদের অভিযোগ, কমপক্ষে ৩ ফুট গভীরতায় ইটের গাঁথুনি থাকার কথা। সেখানে ১ ফুটেরও কম গভীর থেকে দেয়াল তোলা হয়েছে। এমনকি নির্মাণের সামগ্রী পরিবহণের জন্য চাওয়া হয়েছে টাকা।

তালতলী উপজেলায় ১০০টি ঘর নির্মাণের জন্য বরাদ্দ দেয়া হয় ১৭ কোটি ১ লাখ টাকা। প্রকল্পের সভাপতি ইউএনও মোহাম্মদ আসাদুজ্জামান। তদারকি দায়িত্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুনু বেগম। তবে তারা কেউই এ ঘটনার দায় নিতে রাজী নন।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুনু বেগম বলেন, এই প্রকল্প ইউএনও স্যারের করা। আপনারা উনার সঙ্গে যোগাযোগ করুন। আমি এ বিষয়ে কিছু জানি না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, এখানে ভালো মানের ইট ব্যবহার করা হয়েছে। যেসব অভিযোগ এসেছে তা আমরা তদারকি করছি। মাটিতে লবণাক্ত পানি এবং ভিটে নরম থাকার কারণেই ঘরগুলো ভেঙ্গে পড়েছে।

প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণে অনিয়মের বিষয়টি তদন্তে কমিটি করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, এ অনিময়ের বিষয়ে তদন্ত করার জন্য আমি অতিরিক্ত রাজস্ব কর্মকর্তাকে নির্দেশ দিয়েছি। তদন্ত রিপোর্ট পাওয়ার পর কারো কোন গাফিলতি থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

 

CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।