কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়ন চান্দুপাড়া ফ্রেন্ডশীপ সংসদ কর্তৃক আয়োজিত জুনিয়ার মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২১ ইং ফাইনাল খেলা ভারুয়াখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার বিকেলে ৩টায় ফাইনাল খেলায় করিম সিকদার পাড়া স্পোর্টিং ক্লাব ১-০ গোলে চান্দুর ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় একমাত্র গোল করায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন হেলাল। ফ্রেন্ডশীপ সংসদ কর্তৃক আয়োজিত জুনিয়ার মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্টানে প্রধান মেহেমান হিসাবে উপস্থিত থেকে প্রধান অতিথির দায়িত্ব পালন করেন বিশিষ্ট ক্রীড়াপ্রেমী শিক্ষাবিদ ও সমাজসেবক ভারুয়াখালী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান । এসময় তিনি খেলোয়ারদের উদ্দেশ্য বলেন, শরীর চর্চার মধ্যে ফুটবল খেলা অন্যতম সেরা মাধ্যম। খেলাধুলার মাধ্যমে শরীর-মন সুস্থ থাকে।
মাদক থেকে দূরে রাখে এবং পড়তে মন বসে। তাই সমাজে সম্মানজনক স্থান দখল করতে হলে খেলাধুলার পাশাপাশি মনোযোগ সহকারে পড়াশোনা চালিয়ে যেতে হবে এবং মুসলিম ভাইদের সব সময় নামাজ কায়েম করতে বিশেষভাবে অনুরোধ করেন। প্রধান মেহমান হিসাবে সর্বশেষে চ্যাম্পিয়ন দলকে চ্যাম্পিয়ন কাপ ও রানার্স আপ বিজয়ীদের রানার্সআপ পুরস্কার বিতরণ করেন। সম্মানিত মেহমান হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ যোগদান করেন বিশিষ্ট সমাজসেবক বদিউল আলম আজাদ ও বারবার নির্বাচিত ৬ নাম্বার ওয়ার্ডের মেম্বার মুসলিম উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান সোহেল,উদীয়মান তরুন নেতা জয়নাল আবেদীন। খেলা পরিচালনায় ছিলেন চান্দুর পাড়ার কৃতি সন্তান নাসির উদ্দিন ও হারুন। সঞ্চালনা ও ধারাভাষ্যে পারভেজ। ফ্রেন্ডশীপ সংসদের সকল সদস্যরা উপস্থিত থেকে সম্মানিত অতিথিবৃন্দ ও দর্শকদের সম্মানিত করেন এবং সাফল্যের সাথে খেলা শেষ করতে পারায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ।
CBALO/আপন ইসলাম