সোমবার , ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ৭ই শাবান, ১৪৪৭ হিজরি

ঠাকুরগাঁওয়ে পৃথক দুটি স্থান থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি, ২০২১

ঠাকুরগাঁওয়ে পৃথক দুটি স্থান থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। স্ত্রীকে গলা কেটে আর স্বামীকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে বলে দাবি করছে পুলিশ। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ, পিবিআই ও ক্রাইম সিনের তিনটি ইউনিট কাজ করছে।নিহত সাইদুল ইসলাম ও তার স্ত্রী আসমা বেগম জেলার সদর উপজেলার আকচা ইউনিয়নের কাজিপাড়া গ্রামের বাসিন্দা।

তাদের মরদেহ পরে ছিল সদরের বরুনাগাঁও এলাকায় টাংগন নদীর পাড়ে।

 

জানা যায়, স্থানীয়দের কাছ থেকে পুলিশ ৯৯৯ এ ফোন পেয়ে দুপুরে টাংগন নদী এলাকার পৃথক দুটি স্থান থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করে। প্রকৃত ঘটনা উদঘাটনে পুলিশ, পিবিআই ও ক্রাইম সিনের তিনটি ইউনিট কাজ করছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে

 

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম জানান, পুলিশ সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

 

CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।