টাঙ্গাইলে র্যাবের হাতে দুই মাদক কারবারি আটক হয়েছেন। সোমবার (০৮ ই ফেব্রুয়ারি) মধ্যরাতে টাঙ্গাইল সদর উপজেলার উত্তর হোগড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেছেন র্যাব। আটক করার সময় তাদের কাছ থেকে আড়াই কেজি গাঁজা উদ্ধার করেছেন র্যাব।
টাঙ্গাইল র্যাব-১২ এবং সিপিসি-৩ কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান জানান, “গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল এ অভিযান চালিয়েছেন। আর এসময় টাঙ্গাইল সদর উপজেলার উত্তর হোগড়া এলাকায় মৃত- বারেক মোল্লার ছেলে জামাল (৩২) ও কানো মোল্লার ছেলে হরফ আলী (২৩) কে আটক করেছেন র্যাব। অভিযানের সময়ে বারেক মোল্লার ঘরের ভেতর থেকে আড়াই কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এছাড়াও আটককৃতদের কাছ থেকে ১ টি মোবাইল এবং ২ টি সিম কার্ডও উদ্ধার করা হয়েছে।উদ্ধারকৃত মোবাইল ও সিম কার্ডের মাধ্যমেই মাদক সরবারহে ক্রেতাদের সাথে যোগাযোগের জন্য ব্যবহার করতেন তারা।”
জিজ্ঞাসাবাদে তারা র্যাবকে জানিয়েছেন, “দীর্ঘদিন ধরেই মাদক দ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করেতেন।”
আটককৃত আসামীদ্বয় স্থানীয় যুবকদেরকেও মাদক সেবনে উদ্বুদ্ধ করে আসছেন বলেও জানিয়েছেন র্যাব। আসামীদ্বয়ের বিরুদ্ধে টাঙ্গাইল জেলার সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ১৯ (ক) ধারায় একটি মামলা রয়েছে বলেও জানিয়েছেন র্যাব।
CBALO/আপন ইসলাম