পাকুন্দিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ৯টাকার ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৮ই ফেব্রুয়ারি, ২০২১ইং) সকাল ১০ঘটিকায় পাকুন্দিয়া উপজেলার নারান্দী ইউনিয়নের কামালপুর ঈদগাহ মাঠে এ কার্যক্রম পরিচালনা হয়েছে। পাকুন্দিয়া প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার মো. স্বপন হোসেনের পবিত্র কুরআন তেলাওয়াতের পর উপজেলার শালংকার বিশিষ্ট ব্যবসায়ী ও নারান্দী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মো. আব্দুল কাদিরের সভাপতিত্ব ও শুভেচ্ছা বক্তব্য, অতিথিদের আসন গ্রহণের মাধ্যমে ক্যাম্পের কার্যক্রম শুরু হয়। বাংলাদেশ সেচ্ছাসেবকলীগের কিশোরগঞ্জ জেলা শাখার উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দিক মাসুদের শুভ উদবোধন ঘোষণার মাধ্যমে ফ্রি ব্লাড গ্রুপিং টেস্ট অনুষ্ঠিত হয়। তারপর পরই বিশেষজ্ঞ ডাক্তারগণ দ্বারা এলাকার বিভিন্ন রোগীদের ৯টাকার বিনিময়ে চিকিৎসা সেবা প্রদান করে সংগঠনটি। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। উক্ত সংগঠনের ৯টাকার স্বাস্থ্যসেবা, ৯টাকার শিক্ষা, ৯টাকার কর্মমূখী প্রশিক্ষণ, ৯টাকার ত্রাণ বিতরণ, ৯টাকার শীতবস্ত্র বিতরণ ও ৯টাকার কৃষি সেবা কার্যক্রমও রয়েছে। উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন আশার আলোর ব্যবস্থাপনা পরিচালক হাকীম মো. রফিকুল ইসলাম ও সহযোগী ছোটন মিয়া।
CBALO/আপন ইসলাম