জামালপুরের দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীরকে কোভিড-১৯ টিকা প্রদানের মাধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি।
৭ ফেব্রুয়ারি সকালে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা চিকিৎসক আহসান হাবীবের সভাপতিত্বে টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলেয়মান হোসেন, দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর, ওসি (তদন্ত) মনিবুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলায় প্রথম দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মহব্বত কবীরকে কোভিড-১৯ টিকা নিয়ে সকলকে উৎসাহিত করেন। পরে আওয়ামী লীগ নেতা আবু বক্কর, তার সহধর্মিনী মেহেরনিগারসহ পুলিশ সদস্য, স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সসহ ২০ জনকে টিকা দেওয়া হয়।
স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা চিকিৎসক আহসান হাবীব জানান, উপজেলায় প্রথম প্রর্যায় ১২১টি কোভিড-১৯ টিকা পেয়েছি। তালিকা অনুযায়ী প্রথম দিন মডেল থানার ওসি, পুলিশ সদস্য, স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স, আওয়ামী লীগ নেতাসহ ২০ জনকে টিকা দেওয়া হয়।
CBALO/আপন ইসলাম