সোমবার , ২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৩রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ভারুয়াখালী লবন মাঠে সন্ত্রাসীদের বাধা, লবন উৎপাদনের আসবাবপত্র লুটপাট

প্রকাশিত হয়েছে- সোমবার, ৮ ফেব্রুয়ারি, ২০২১

কক্সবাজার সদর উপজেলা ভারুয়াখালী ইউনিয়েন সাবেকপাড়া, যুবলীগের নেতা জসিম উদ্দিন বাবুল এর লবণ চাষের মাঠে সন্ত্রাসীরা বাধা দিয়ে,মাঠের লুটপাট করেছে বলে অভিযোগ করছে। কোদাল দিয়ে লবণ মাঠ খুঁড়ে নষ্ট করে দিয়েছে। সরোজমিনে দেখা যায়, লবণ উত্তোলনকৃত মাঠের মাটি ও আইল এলোপাতাড়ি খুঁড়ে খন্ড বিখন্ড করে চাষের অনুপযোগী করে দিয়েছে। ভুক্তভোগী বাবুল জানাই ,চাষীকে ধাওয়া দিয়ে , লুটপাট করে নিয়ে যায় লবণ উৎপাদনের পলিথিন সহ আসবাবপত্র। এতে অর্ধ লক্ষ টাকা মত আমার ক্ষয়ক্ষতি হয়েছে, এখনো লবন মাঠে যেতে দিচ্ছে না সন্ত্রাসী বাহিনীরা। বিগত ৩ ফেব্রুয়ারি সকাল দশটার সময় ১০/১২জন সন্ত্রাসী ভারী অস্ত্রশস্ত্র নিয়ে এই হামলা চালায়। স্থানীয় ফজল হক নেতৃত্বে আব্দুল হকের পুত্র রফিক,ফজল হকের পুত্র আয়াতুল্লাহ ,আরিফ উল্লাহ,আমানত উল্লাহ,রাজিবুল হক রাজু লবণ মাঠকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয় । তিনি বিষয়টি ভারুয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান সিকদার কে আবগত করে রাখছে। জসিম উদ্দিন বাবুল এর পৈত্রিক সম্পত্তি আরএস খতিয়ান ৮৪৭,বিএস ৬৮৮ নং এর মালিক হিসেবে উক্ত লবন জমি দীর্ঘ কয়েকযুগ ধরে ভোগ করে আসছেন তারা।

 

চলতি সনে ঐ জমি চাষ করতে গেলে স্থানীয় উল্লেখ্য প্রভাবশালীরা বেশ কয়েকবার বাধা দেয়। এর প্রতিবাদ করলে মাঠে না আসার হুমকি দেয়। তাদের হুমকি-ধামকির বিষয় স্থানীয় ওয়ার্ড মেম্বার সহ ব্যক্তিবর্গদের বিচার দিয়ে থাকেন , তখন বিচারকগণ হামলাকারী বিবাদীদের ডাকলে তারা বিচারকে তোয়াক্কা না করে মাঠে গিয়ে এসব জোরপূর্বক অপকর্ম চালায়। হামলাকারীরা চাদাঁ দাবি সহ ভয়-ভীতি দেখানোতে তারা মাঠে যেতে পারছেন না ফলে পুরো লবন মাঠ খালী পড়ে থাকছে এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা করার প্রক্রিয়াও চালিয়ে যাচ্ছে এবং প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছে। জসিম উদ্দিন বাবুল দীর্ঘদিন ধরে বঙ্গবন্ধুর হাতে গড়া রাজনৈতিক দল আওয়ামী লীগের বিভিন্ন দায়িত্ব পালন করে আসছে, সাবেক কক্সবাজার জেলা যুবলীগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন এবং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সহ বর্তমানে ভারুয়াখালী ইউনিয়ন কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছে।

 

CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।