সোমবার , ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ৭ই শাবান, ১৪৪৭ হিজরি

গোপালপুরে কোভিড ১৯ প্রতিরোধে ভ্যাকসিন প্রদান কার্যক্রম উদ্বোধন 

প্রকাশিত হয়েছে- রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২১
সারাদেশে ন্যায় আজ রবিবার (৭ই ফেব্রুয়ারি) টাঙ্গাইলের গোপালপুরে উপজেলা পর্যায়ে কোভিড ১৯ প্রতিরোধে ভ্যাকসিন প্রদান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে ।
ডাঃ খাইরুল আলমের সঞ্চালনায় ও গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মো.পারভেজ মল্লিকের সভাপতিত্বে  সকাল ১০টায় গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে এক আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে ভ্যাক্সিন গ্রহনের সুফল সম্পর্কে অবহিত করা হয় ও ভ্যাক্সিন নিয়ে অপপ্রচারকারীদের প্রতিহত করার আহবান জানানো হয়।
আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আলিম আল রাজী, থানার অফিসার ইনচার্জ মো. মোশাররফ হোসেন, হাদিরা ইউপি চেয়ারম্যান ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ কাদের তালুকদার, গোপালপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদিন প্রমুখ ।
বেলা ১১টায় বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সামসুল আলমকে প্রথম টিকাদানের মাধ্যমে টিকাদান কর্মসূচী উদ্বোধন করা হয়, প্রথমদিনে পর্যায়ক্রমে টিকা গ্রহন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল ইসলাম,  গোপালপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদিন সহ অন্যন্য সাংবাদিকবৃন্দ, ডাক্তার, পুলিশের সদস্য, মুক্তিযোদ্ধা,৫৫বয়স+ নাগরিক সহ সর্বমোট ১৪০ জন ।
উল্লেখ্য মোট ৮৪০০ ডোজ ভ্যাকসিন গোপালপুরে এসেছে , টিকা প্রদানে ১০ ধরনের জনগোষ্ঠীতে অগ্রাধিকার দেয়া হচ্ছে তাদের মধ্যে আছেন: মুক্তিযোদ্ধা, করোনা মোকাবিলায় নিয়োজিত চিকিৎসক ও স্বাস্থ্য কর্মী, সম্মুখসারির কর্মী, রোগ প্রতিরোধ ক্ষমতাহীন জনগোষ্ঠী, বয়োজ্যেষ্ঠ জনগোষ্ঠী, দীর্ঘ মেয়াদি রোগে আক্রান্ত প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠী, শিক্ষা কর্মী,গণপরিবহন কর্মী৷  বাংলাদেশের সব জনগোষ্ঠী পর্যায়ক্রমে করোনার টিকা পাবে।

 

CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।