সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় প্রথম টিকা নিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন সরকার।রবিবার দুপুরে উপজেলা হাসপাতাল সভাকক্ষে স্বাস্থা ও প,প কর্মকর্তা ডা,মোঃ আব্দুল কাদের এর সভাপতিত্বে প্রথম টিকা দান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মেডিকেল অফিসার ডা,মোঃ রেজাউল আওয়াল,উপজেলা প,প, অফিসার মোঃ গিয়াসউদ্দিন, চৌহালী থানার এস,আই রেজাউল করিম, ডা, আমির হোসেন, ডা,মামুন প্রমুখ। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপেক্সে কর্মরত টিকাদান কর্মসূচির কর্মী ও ষ্টাফরা।
ফারুক সরকার বলেন, টিকা নেয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, টিকা নেওয়াটা আমার সামাজিক, রাষ্ট্রীয় ও ব্যক্তিগত দায়িত্ব। আমাকে দেখে মানুষ আস্থা পাবে, সাহস পাবে। এখানে আজ অনেক লোক জড়ো হয়েছেন। গতকাল পর্যন্ত মানুষের মনে সংশয় ছিল টিকা নেবেন কিনা। এটা কেটে যেতে শুরু করেছে। আমরা এটাই চাই, আমাদের দেখে মানুষ আস্থা পাক।
হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত অফিসার ডা, মো,আব্দুল কাদের বলেন, কোভিড-১৯ ভ্যাকসিনের প্রোগ্রাম২০২১ উপলক্ষে কর্মীদের প্রশিক্ষণ শেষে একর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। এতে মোট ৭৬ জনের নিবন্ধন করা হয়েছে, পর্যায় ক্রমে ৪৯৬০ জনকে টিকা( ভ্যাকসিন) দেওয়া হবে বলে জানান।
CBALO/আপন ইসলাম