ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার পালিগাঁও এলাকায় ডায়াবটিক হাসপাতাল কর্তপক্ষ শনিবার সকাল ১০টায় ১৩ জন প্রতিনিধি কে আনুষ্ঠানিক ভাবে সম্মাননা প্রদান করেন।
নব নির্বাচিত পৌর মেয়র, ৭১’এর ঘাতক দালাল নিমুর্ল কমিটির পীরগঞ্জ উপজেলা সভাপতি ও বীর মুক্তিযাদ্ধা ইকরামুল হক, পৌরসভার নির্বাচিত ৩ জন সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর ও ৯ জন পুরুষ কাউন্সিলর কে সম্মাননা অনুষ্ঠানে ক্রেষ্ট উপহার দিয় বরণ করেন।
এ উপলক্ষে ডায়াবেটিক্স হাসপাতাল চত্বরে আলাচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠ্যানের প্রধান অতিথি হিসাবে বক্তব্য দন, স্বাধীনতা পদক প্রাপ্ত, ডায়াবটিক্স সমিতির কেদ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খান।
অন্যান্যদের মধ্যে সাবেক এমপি যথাক্রমে হাফিজ উদ্দিন আহম্মদ, অধ্যাপক ইয়াসিন আলী, ডায়াবটিক হাসপাতাল প্রতিষ্ঠাতা মাঃ ফয়জুল ইসলাম, আওয়ামীলীগ নেতা মাঃ গালাম রব্বানী, দক্ষিণ বথপালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়র প্রধান শিক্ষক মোঃ সলমান আলী প্রমুখ।
CBALO/আপন ইসলাম