সোমবার , ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ৭ই শাবান, ১৪৪৭ হিজরি

প্রধানমন্ত্রীকে নিয়ে আল জাজিরার বিতর্কিত সংবাদের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল

প্রকাশিত হয়েছে- শনিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২১
কাতারভিত্তিক আন্তর্জাতিক গনমাধ্যম আল-জাজিরা কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-কে জড়িয়ে বিতর্কিত সংবাদ প্রচারের প্রতিবাদে সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট ছালেহ আহমদ সেলিমের নেতৃত্বে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে।
শনিবার (৬ ফেব্রুয়ারী) সিলেট নগরীর শাহজালাল উপশহর এবিসি পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপশহর ই-ব্লক পয়েন্টে প্রতিবাদ সভার মাধ্যমে সমাপ্ত হয়।
মহানগর আওয়ামী লীগ নেতা এস. এম ফয়ছল ছাদের সভাপতিত্বে ও মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট ছালেহ আহমদ সেলিম বলেন, এই চ্যানেলটি উগ্রবাদী মতাদর্শে পরিচালিত ও সেই রাজনৈতিক মতাদর্শের মুখপত্র। এই মিডিয়া নারীর ক্ষমতায়নের বিরোধী, জঙ্গিবাদের পৃষ্ঠপোষক, ধর্মীয় উস্কানিমুলক ও বিভিন্ন দেশ বিরোধী সংবাদ ও তথ্য উপস্থাপনের অভিযোগে ২০১৫ সালে দেশটিতে বন্ধ করে দেওয়া হয় আল-জাজিরার সম্প্রচার।
১৯৯৬ সালে সম্প্রচার শুরুর পর থেকেই নানা সময় বিতর্কিত ও ভিত্তিহীন খবর প্রকাশের অভিযোগ ওঠে কাতারভিত্তিক এই টেলিভিশন নেটওয়ার্ক আল-জাজিরার বিরুদ্ধে। আঞ্চলিক প্রভাব বিস্তার ও আরব দেশগুলোতে সরকার পরিবর্তনের জন্য চ্যানেলটিকে ব্যবহার করতো কাতার সরকার। ২০০৯ সালের পর শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশের নানা ঘটনা নিয়ে অপপ্রচার চালাচ্ছে এই আল-জাজিরা সংবাদ মাধ্যম। তাদের সংবাদ পরিবেশনায় বর্তমান সরকার সম্পর্কে নেতিবাচক ও মিথ্যা খবর ছাড়া আর কোন খবর স্থান পায়না। এডভোকেট ছালেহ আহমদ সেলিম আল-জাজিরা টেলিভিশন কে বাংলাদেশ সরকারের কাছে অতিবিলম্বে ক্ষমা চাওয়ার আহবান জানান।
উক্ত প্রতিবাদ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য হাজী এনাম উদ্দিন, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক পাঠাগার বিষয়ক সম্পাদক ও আওয়ামী লীগ নেতা জাফরান জামিল, মহানগর যুবলীগ নেতা জাহির উদ্দিন, হুমায়ুন রশিদ সুমন, মহানগর ছাত্রলীগ নেতা কাজী জুবায়ের আহমদ।

এসময় আরোও উপস্থিত ছিলেন-সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা হাজী বাহার উদ্দিন, জালাল উদ্দিন, সিরাজ উদ্দিন খান, জয়নুল হক, রেজওয়ান আহমদ, ২২নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক চঞ্চল চৌধুরী, সিদ্দিকুর রহমান, সাহেদ আহমদ পলাশ, শামীম আহমদ সাহেদ, ২২নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি এরশাদ আহমদ, সাধারণ সম্পাদক সুমন আহমদ, যুবলীগ নেতা মিন্নত আলী, রিপন আহমদ, তাহের আহমদ, কুনু মিয়া, শাহিন আহমদ হৃদয়, আরজু আহমদ প্রমুখ।

CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।