ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে শুক্রবার (৫ ফেব্রুয়ারী) সিরাজগঞ্জের সলঙ্গা থানার ৭নং নলকা ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে। নলকা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে এবং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলী আশরাফের পরিচালনায় দাদপুর- সাহেবগঞ্জ হাই স্কুল মাঠে অনুষ্ঠিত কাউন্সিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়গঞ্জ,তাড়াশ- সলঙ্গার জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ। সম্মেলন উদ্বোধন করেন সলঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ রায়হান গফুর।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান খান,উপ-দপ্তর বিষয়ক সম্পাদক এস,এম আহসান হাবিব এহসান,রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ ইমরুল হাসান ইমন তালুকদার, সলঙ্গা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব আতাউর রহমান লাভু, রায়গঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল হাদী আল মাজী জিন্নাহ,সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয়, সলঙ্গা থানা আ’লীগের সাবেক সভাপতি ও ঘুড়কা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জিল্লুর রহমান সরকার। পরিশেষে ইউনিয়ন আ’লীগের কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে ১২৪ ভোট পেয়ে কাউছার সভাপতি এবং ১০৪ ভোট পেয়ে আব্দুস সাত্তার সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
CBALO/আপন ইসলাম