সোমবার , ২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৩রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

হস্তান্তরের আগেই গৃহহীনদের জন্য নির্মিত ঘরে ফাটল

প্রকাশিত হয়েছে- শনিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২১
হস্তান্তরের আগেই গৃহহীনদের জন্য নির্মিত ঘরে ফাটল

নেত্রকোনায় গৃহহীনদের জন্য নির্মিত ঘরে হস্তান্তরের আগেই ফাটল দেখা দিয়েছে। অসাধু কর্মকর্তাদের অনিয়মের কারণে ঘরে উঠার আগেই ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে আশ্রয়ন প্রকল্পের এসব ঘর। এতে উপকারভোগিদের মাঝে ছড়িয়েছে পড়ছে আতঙ্ক।

স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীরা যায়, নেত্রকোনার পূর্বধলা উপজেলার ধলা গ্রামে গৃহহীনদের জন্য নির্মিত ঘরে ফাটল দেখা দেয়। বিষয়টি জানাজানির পর তড়িগড়ি করে ফাটল বন্ধের চেষ্টা করেছে স্থানীয় প্রশাসন। পূর্বধলার বিশকাকুনী ইউনিয়নের খলা গ্রামে নির্মিত বারোটি ঘর রয়েছে ঝুঁকির মধ্যে। এ অনিয়মের সাথে জড়িতদের বিচার চাইলেন স্থানীয়রা।

জেলা প্রশাসন সূত্র জানায়, প্রথম দফায় ঘর ও জমি পাচ্ছেন মোট ৯শ’ ৬০ জন ভূমিহীন ও গৃহহীন হতদরিদ্র মানুষ। প্রত্যেকের নামে বরাদ্দ দেয়া হচ্ছে দুই শতক করে খাসজমি। আর তাতে ঘর নির্মাণ বাবদ ব্যয় হচ্ছে ১ লাখ ৭১ হাজার করে টাকা। যার পুরোটাই বহন করা হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। নির্মিত ১৯ দশমিক ৬ ফুট বাই ২২ ফুটের দুটি শয়নকক্ষ, একটি রান্নাঘর, সংযুক্ত পায়খানা-গোসলখানা ও সামনে বারান্দাসহ রঙিন টিনের ছাউনি দ্বারা এসব ঘরবাড়ি নির্মাণ করা হচ্ছে।

jagonews24

প্রধানমন্ত্রীর উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ১৬ কোটি ৪১ লাখ ৬০ হাজার টাকা। জেলার ১০ উপজেলার মধ্যে জেলা সদরে ৪৩টি, বারহাট্টায় ৪৫টি, আটপাড়ায় ৯৮টি, পূর্বধলায় ৫৩টি, দুর্গাপুরে ৩৫টি, কেন্দুয়ায় ৫০টি, কলমাকান্দায় ১০১টি, মদনে ৫৬টি, মোহনগঞ্জে ৩৬টি এবং হাওর উপজেলা খালিয়াজুরিতে ৪৪৩টি গৃহ নির্মাণ করা হয়েছে।

উপকারভোগি বিউটি আক্তার, রবিকুল মিয়া, দুদু মিয়া ও সুমন মিয়া বলেন, ‘আগে তারা কইছে ঘরো উঠতাম, অহন ঘরে ফাডা দেইখ্যা কয় উঠতাম না। বাইষা মাস গেলে আইতাম। আমার তিনডা বাচ্ছা (ছেলে-মেয়ে) এরারে লইয়া এই ঘরে থাকতাম না। দেওয়াল ভাইঙ্গিয়া মইরা যাইবাম।’

স্থানীয় ইউপি সদস্য খলিলুর রহমান বলেন, ‘ ঘরগুলো নির্মাণের আগে মাটি কাটা হয়। কিন্তু মাটিগুলো সমান করা হয়নি। মাটিতে ফাঁক থাকায় এখন ঘরের ওয়াল, ফ্লোর ফেটে যাচ্ছে। এগুলো খুব বিপদজনক হয়ে গেছে। বৃষ্টি শুরু হলে আরও ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে।’

নতুন মাটি ধেবে ঘরে ফাটল দেখা দিয়েছে বলে জানায় প্রকল্পের কাজে জড়িত কর্মকর্তারা। আগামী বর্ষায় পরিস্থিতি দেখে তারপর ঘরে ব্যবহারের অনুমতি দেয়া হবে বলে জানান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।

jagonews24

পূর্বধলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম অনিয়মের বিষয়টি অস্বীকার করে বলেন, ‘শুনেছি দলিলের সময় ১২শ’ করে টাকা নেয়া হয়েছে। আমি উর্ধ্বতনদের সাথে কথা বলেছি, তারা বলেছেন বরাদ্দ পেলে তাদের টাকা ফিরিয়ে দেব। মাটি কাটার পর তাড়াতাড়ি ঘরগুলো নির্মাণ করার কারণে ফাটল সৃষ্টি হয়েছে। কিন্তু সঠিক নিয়মে ঘরগুলো নির্মাণ কাজ করা হয়েছে।

পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম বলেন, ‘অনিয়মের কথা অস্বীকার করে ঘর সঠিক নিয়মে করা হয়েছে দাবি করে মাটি ধেবে ঘরে ফাটল দেখা দিয়েছে। আমি গত বৃহস্পতিবার (৪ ফ্রেব্রুয়ারি) সন্ধ্যায়ও গিয়েছি। মাটির সমস্যার জন্য এমন হয়েছে। কাজ এখনো চলমান রয়েছে। ফাটা স্থানগুলো ঠিক করা হচ্ছে। ঘরের কাজ শেষ হলে উপকারভোগিদের মাঝে হস্তান্তর করা হবে।’

 

CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।