বৃহস্পতিবার , ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১২ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ঝালকাঠিতে কুকুরের উৎপাত বৃদ্ধি একাধিক ব্যক্তিকে আক্রমনের অভিযোগ

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৯ মে, ২০২০
রিয়াজুল ইসলাম বাচ্চু ঝালকাঠি:
ঝালকাঠিতে বেওয়ারিশ কুকুরের উৎপাত বৃদ্ধি এবং একাধিক ব্যক্তিকে কামড়ানোসহ আক্রমনের অভিযোগ পাওয়া গেছে। ঝালকাঠি পৌরসভাসহ নলছিটির ভৈরবপাশা ইউনিয়ন থেকে এ বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। পথচারীরা কুকুরের উৎপাতে ভীতিকর পরিস্থিতির মধ্যে পথ চলে। শিশুদের জন্য আরো মারাত্মক সমস্যা। এক সাথে ১০/১৫ টি কুকুর দল বেঁধে চলতে দেখা যায়। অপরিচিত লোক দেখলেই ঘেউ ঘেউ  করে তেড়ে আসে। কেউ ভয়ে দৌড় দিলেই আক্রমন হতে রক্ষা নাই। আবার কখনও কখনও পথচারীদের কোন কারণ ছাড়াই হঠাৎ কামড় দিয়ে বসে।
এ বিষয়ে ঝালকাঠি পৌরসভার পূর্ব চাদকাঠির বাসিন্দা জাকির হোসেন জানান, কুকুরের উৎপাত এলাকায় অনেক বেড়ে গেছে। অপরদিকে নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রেমহার গ্রামের মাহবুবুর রহমান জুয়েল যিনি ভৈরবপাশা ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক এ প্রতিবেদককে মোবাইল ফোনে জানান,” বাড়ীর সামনে রোডে ঘটনা।কোন কারন ছাড়াই পথে হেটে যাচ্ছি হঠাৎ কুকুরে এসে কামড় দিলো ।আজ দুপুরে আমার বাড়ীর সামনে এ ঘটনা ঘটেছে। সাথে সাথে ঝালকাঠি সদর হাসপাতালে ইমার্জেন্সি বিভাগে ডাক্তার দেখানোর পর ইনজেকশন নিলাম।
সাথে চারপাশে তিনটি RIG ইনজেকশন।আলরেডি আরও কয়েকজনকে আক্রমণ করছে কুকুরগুলো। পরামর্শ চাই ভয়ে আছি,দোয়া করবেন।”
ভৈরবপাশা ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন জানান, এলাকাবাসী ও মেম্বার বা চৌকিদার জানালে আমি প্রশাসনের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।”
এ বিষয়ে ভুক্তভোগীরা যথাযথ কর্তৃপক্ষের নিকট  কুকুরের আক্রমণ হতে রক্ষা পেতে সুদৃষ্টি দেয়ার অনুরোধ জানিয়েছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।