৫ই ফেব্রুয়ারী রোজ শুক্রবার জাতীয় পাঠাগার দিবস উদযাপন উপলক্ষে জাতীয় পাঠাগার আন্দোলন কতৃক সাড়া বাংলাদেশের ৪০ টি পাঠাগারকে তারা নিবন্ধিত সনদ প্রধান করেন। তারই অন্তর্ভুক্ত সেই সাথে জ্ঞানসিঁড়ি পাঠাগারও পায় নিবন্ধিত সনদ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. জাফরুল্লাহ চৌধুরী , আরও উপস্থিত ছিলেন দেশের গণ্য বরণ্য কবি, সাহিত্যিক, গবেষক, রাজনীতিবিদ, বই প্রেমী, পাঠাগার প্রেমী সর্বস্তরের জনগণ ও তারুণ্যের অহংকার ডাকসু ভিপি নুরুল হক নূর। সুন্দর ও সুষ্ঠুভাবে তারা এই অনুষ্ঠান কে সার্থক ও সফল করেছেন। উপস্তিতিতে জানা যায়, উক্ত অনুষ্ঠানের আয়োজক হলেন জাতীয় পাঠাগার আন্দোলন (জাপাআ) -এর প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আরিফ চৌধুরী শুভ।
তারই প্রচেষ্ঠায় বাংলাদেশ জাতীয় জাদুঘর শাহবাগ-এর রোকেয়া হল রোমে এই আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে বিতরণ করা হয়, বাংলাদেশের ৪০ টি পাঠাগারের নিবন্ধিত সনদ ও প্রত্যক পাঠাগারকে ৪০ টি করে বই এবং সকল পাঠাগারের প্রতিষ্ঠাতা কে দেওয়া হয় বিশেষ গিফট। সেই অনুষ্ঠানেই,সিংধা বাজার, তাড়াইল, কিশোরগঞ্জে অবস্থিত জ্ঞানসিঁড়ি পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক বিশিষ্ট কবি সাহিত্যিক ও সাংবাদিক নাঈম ইসলাম বাঙালি উপস্থিত ছিলেন এবং গ্রহণ করেন জাপাআ কতৃক নিবন্ধিত সনদ।
CBALO/আপন ইসলাম