বহুল প্রত্যাশিত লামা কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর বার্ষিক সাধারন সভা ও ১৩তম ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ২০২১ইং,অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিল্কী রাণী দাশ। সভায় সভাপতিত্ব করেন প্রবীণ মুরব্বী সাধন চন্দ্র সেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা সদর ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন,লামা সমবায় অফিসার মোঃ জাবেদ মীরজাদা,মোচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ সাবেক চেয়ারম্যান মোঃ তমিজ উদদীন। সঞ্চালনায় ছিলেন গোপন কান্তি চৌধুরী। শুক্রবার ৫ জানুয়ারি বার্ষিক সাধারণ সভা শেষে লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহনের মাধ্যমে নির্বাচন সম্পন্ন হয়। বেলা ১১টা হতে বিকাল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহন করেন মোট ১২ শত ৬৭ জন ভোটারের মধ্যে ১হাজার ২৪জন ভোটার ভোটদিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের প্রতিনিধি নির্বাচিত করে। প্রসংগত,চেয়ারম্যান পদে প্রশান্ত ভট্টার্চায্য নির্বাচিত হন। তিনি চেয়ার প্রতীকে নিয়ে ভোট পেয়েছেন ৫৪৯টি। তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রজাপতি প্রতীকে বাসু কান্তি দাশ ৪৪৮ ভোট পেয়েছেন।
আম মার্কায় ৫২৮ ভোট পেয়ে বাসু পালিত ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধি হাত পাখা মার্কায় বিশ্বজিত দাশ ৪৭৯ ভোট পান। সাধারণ সম্পাদক পদে বিপুল কান্তি নাথ কলসি প্রতীকে ৫৩৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধি ফুটবল প্রতীকে উজ্জল দে ৪৭৫ ভোট পান। ক্যাশিয়ার পদে সবুজ চক্রবর্তী মোটর সাইকেল মার্কায় ৬০৭ ভোট পেয়ে নির্বাচিত হন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশু কর্মকার তালাচাবি প্রতীকে ৩৯৩ ভোট পান। ডিরেক্টর পদে মাছ প্রতীকে প্রবাল দাশ ৬২৬ ভোট ও স্বরপ ধর মই মার্কায় ৫৫৭ ভোট ডিরেক্টর নির্বাচিত হন। নির্বাচনে প্রিজাইডিং অফিসার লামা জনতা ব্যাংকের সি.অফিসার অংচিং মামা, সহকারী প্রিজাইডিং অফিসার প্রদীপ দাশ,আশীষ কুমার দত্ত দায়িত্ব পালন করেন।নির্বাচন পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন প্রদীপ কান্তি দাশ।
CBALO/আপন ইসলাম