শনিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

লামা কো-অপারেটিভ ব্যবস্থাপনা কমিটির র্নিবাচন সম্পন্ন

প্রকাশিত হয়েছে- শনিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২১

বহুল প্রত্যাশিত লামা কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর বার্ষিক সাধারন সভা ও ১৩তম ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ২০২১ইং,অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিল্কী রাণী দাশ। সভায় সভাপতিত্ব করেন প্রবীণ মুরব্বী সাধন চন্দ্র সেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা সদর ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন,লামা সমবায় অফিসার মোঃ জাবেদ মীরজাদা,মোচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ সাবেক চেয়ারম্যান মোঃ তমিজ উদদীন। সঞ্চালনায় ছিলেন গোপন কান্তি চৌধুরী। শুক্রবার ৫ জানুয়ারি বার্ষিক সাধারণ সভা শেষে লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহনের মাধ্যমে নির্বাচন সম্পন্ন হয়। বেলা ১১টা হতে বিকাল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহন করেন মোট ১২ শত ৬৭ জন ভোটারের মধ্যে ১হাজার ২৪জন ভোটার ভোটদিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের প্রতিনিধি নির্বাচিত করে। প্রসংগত,চেয়ারম্যান পদে প্রশান্ত ভট্টার্চায্য নির্বাচিত হন। তিনি চেয়ার প্রতীকে নিয়ে ভোট পেয়েছেন ৫৪৯টি। তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রজাপতি প্রতীকে বাসু কান্তি দাশ ৪৪৮ ভোট পেয়েছেন।

 

আম মার্কায় ৫২৮ ভোট পেয়ে বাসু পালিত ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধি হাত পাখা মার্কায় বিশ্বজিত দাশ ৪৭৯ ভোট পান। সাধারণ সম্পাদক পদে বিপুল কান্তি নাথ কলসি প্রতীকে ৫৩৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধি ফুটবল প্রতীকে উজ্জল দে ৪৭৫ ভোট পান। ক্যাশিয়ার পদে সবুজ চক্রবর্তী মোটর সাইকেল মার্কায় ৬০৭ ভোট পেয়ে নির্বাচিত হন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশু কর্মকার তালাচাবি প্রতীকে ৩৯৩ ভোট পান। ডিরেক্টর পদে মাছ প্রতীকে প্রবাল দাশ ৬২৬ ভোট ও স্বরপ ধর মই মার্কায় ৫৫৭ ভোট ডিরেক্টর নির্বাচিত হন। নির্বাচনে প্রিজাইডিং অফিসার লামা জনতা ব্যাংকের সি.অফিসার অংচিং মামা, সহকারী প্রিজাইডিং অফিসার প্রদীপ দাশ,আশীষ কুমার দত্ত দায়িত্ব পালন করেন।নির্বাচন পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন প্রদীপ কান্তি দাশ।

 

CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।