সোমবার , ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ৭ই শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে আসফ’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০২১

পঞ্চগড়ের আটোয়ারীতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা পরিচালিত আইন সহায়তা ফাউন্ডেশন ( আসফ) আটোয়ারী উপজেলা শাখার উদ্যোগে অসহায় দুস্থ্য শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছেন। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সোভা সংস্থা কার্যালয়ের হলরুমে প্রায় একশত জন অসহায় নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। বিতরনের আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আসফ উপজেলা কমিটির উপদেষ্টা পইম উদ্দীন আহম্মেদ। আইন সহায়তা ফাউন্ডেশন( আসক) সংগঠনের উদ্দেশ্য ও কর্মপরিকল্পনা সম্পর্কে বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা সভাপতি মোঃ আব্দুস সাত্তার।

 

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ফকিরগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী কমলেশ চন্দ্র ঘোষ, আসফ পঞ্চগড় জেলা সাধারণ সম্পাদক মোঃ রসুল বক্স মানিক, পঞ্চগড় সদর উপজেলা সভাপতি আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সহ-সভাপতি শফিউল্লাহ, সহ সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম আলম, আসফ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও সোভা সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আব্দুল মজিদ প্রমুখ। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আসফ-এর জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় সুধিজন, উপকারভোগীরা সহ গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

 

CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।