টাঙ্গাইলের নাগরপুরে উদ্বোধন করা হয়েছে সোনালী গ্রাম বাংলা ( বাদশা ফকির ) বস্রালয়। বাবনাপাড়া (বেপারীপাড়া ) জামে মসজিদের ১০০গজ পশ্চিম পার্শ্বে নাগরপুর, টাঙ্গাইল। শুক্রবার ৫ জানুয়ারি ২০২১, বাদ জুমা এ অনুষ্ঠিত হয়েছে। উক্ত ব্যবসায় প্রতিষ্ঠানটি উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া মাহফিল পরিচালনা করেন হযরত মাওলানা মোহাম্মদ শহিদুল ইসলাম সিরাজী। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মোঃ রফিজ উদ্দিন সাবেক ভাইস চেয়ারম্যান নাগরপুর উপজেলা পরিষদ ও নাগরপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থী ও দোয়া প্রত্যাসী মোঃ তুমু বেপারী, মোঃ জাকির হোসেন সাধারণ সম্পাদক বেপারীপাড়া জামে মসজিদ প্রমুখ ।
দোকানের স্বত্বাধিকারী মোঃ ফজলুল হক প্রতিবেদককে বলেন, আমার দোকানে বিভিন্ন প্রকারের মালামাল উঠানো হবে। এখানে সুলভ মূল্যে পাওয়া যাবে, থানকাপড়, জানালা দরজার পর্দা, কম্বল, থ্রি পিচ, ছোট ছোট সোনামণিদের পোশাক, শাড়ী, লুঙ্গি,গামছা, পাঞ্জাবির কাপড় ইত্যাদি। এ সময় তিনি আরও বলেন, গ্রাম গঞ্জের সাধারন, স্বল্প আয় মানুষের সেবার জন্য সকল কাপড় কিস্তি ও নগদ মূল্যে বিক্রি করা হবে। নাগরপুরের মধ্যে এটাই সর্বপ্রথম এবং এসকল সুবিধাদি আমরাই দিয়ে থাকব, ইনশাআল্লাহ।
CBALO/আপন ইসলাম