সোমবার , ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ৭ই শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে করোনা ভ্যাকসিন প্রদানের সকল প্রস্তুতি সম্পন্ন ; ৭ফেব্রুয়ারি ভ্যাকসিন প্রদান শুরু

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০২১

পঞ্চগড়ের আটোয়ারীতে করোনা ভাইরাস ভ্যাকসিন প্রদানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে মর্মে জানিয়েছেন করোনা ভাইরাস ভ্যাকসিন প্রদান সহায়তা কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও প. প. অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর। তিনি বলেন, বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম ধাপে ১৬২ ভায়াল করোনা ভ্যাকসিন পৌঁছেছে। প্রতি ভায়াল হতে ৯/১০ জন ভ্যাকসিন নিতে পারবেন। ভ্যাকসিনগুলো পৌঁছার সাথে সাথে কমিটির উপদেষ্টা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান , উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী সহ গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে সানন্দে গ্রহন করা হয়েছে। সদস্য সচিব বলেন, রবিবার(৭ ফেব্রুয়ারি ) করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হবে। তবে অগ্রাধিকার ভিত্তিতে প্রথম ধাপে কোভিড-১৯ এর সম্মুখ সারির প্রত্যক্ষভাবে সম্পৃক্ত সকল স্বাস্থ্যকর্মী, সরকারি কর্মকর্তা-কর্মচারী, সম্মুখ সারির আইন-শৃক্সখলা রক্ষাকারী বাহিনী, সম্মুখ সারির গণমাধ্যমকর্মী, নির্বাচিত জন প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা, বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারী, সকল ধর্মের প্রতিনিধিরা ভ্যাকসিন পাবেন। ৫৫ বছর ও তদুর্ধ নাগরিক নিবন্ধন অত্যাবশ্যক। উপজেলা নিবাহী অফিসার করোনা ভ্যাকসিন প্রদানে শৃক্সখলা রক্ষায় সবার সহযোগিতা কামনা করেন।

 

CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।