পাবনার ভাঙ্গুড়ায় করোনা ভ্যাকসিন এসে পৌঁচেছে প্রথম পর্যায়ের ৪১৪ টি করোনার টিকা যা দেওয়া হবে ৪১৪০ জনের শরীরে। বৃহস্পতিবার বিকাল ৪টার সময় পাবনা থেকে আসা করোনা টিকা ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পৌঁছায় এ চালান গ্রহণ করেন ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের টি এস ও ডাঃ হালিমা খাতুন । তিনি জানান, আশা করি ৭ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে করোনার টিকা প্রদান কর্মসূচি পাবনা-৩ সংসদ সদস্য আলহাজ্ব মকবুল হোসেনের উপস্থিতিতে উদ্বোধন করা হবে। ১৫ ক্যাটাগরির মানুষকে অগ্রাধিকার ভিত্তিতে টিকা বণ্টন করা হবে।
তিনটা বুথ হবে এবং প্রত্যেক বুথে ৪জন করে স্বেচ্ছাসেবক থাকবে একজন থাকবে ডাক্তার মোট ১৩ জনের টিম গঠন করা হয়েছে বলেন জানান স্বাস্থ্য কমপ্লেক্সের টি এস ও ডাক্তার হালিমা খাতুন। করোনা টিকার চালান গ্রহন কালে উপস্হিত ছিলেন দ্বিতীয় মেয়াদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নবনির্বাচিত মেয়র মোঃ গোলাম হাসনাইন রাসেল,ইউএনও সৈয়দ আশরাফুজ্জামান, ভাঙ্গুড়া থানার ওসি মুহম্মদ আনোয়ার হোসেন ও গণমাধ্যম কর্মীবৃন্দ। এসময় মেয়র গোলাম হাসনাইন রাসেল করোনার ভ্যাকসিন প্রদান কালে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।
CBALO/আপন ইসলাম