রবিবার , ২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ২রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বরিশালে সহকারি সেটেলমেন্ট অফিসের পেশকারের কারাদন্ড

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২১

ঘুষ নেয়ার অভিযোগে দায়ের করা মামলায় বরিশাল সদর সহকারি সেটেলমেন্ট অফিসের পেশকার (কম্পোজিটর) আবু বকর সিদ্দিকীকে ১ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৩ মাস সশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে।
বুধবার বরিশাল বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো. মহসিনুল হক এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত আবু বকর সিদ্দিকী মাদারীপুর জেলার শিবচর সন্ন্যাসির চরের মৃত আঃ কাদের মাষ্টারের ছেলে। আবু বকর সিদ্দিকী তার মূল কর্মস্থল ঢাকা তেজগাঁও ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর থেকে প্রেষণে বরিশাল সহকারি সেটেলমেন্ট অফিসে কর্মরত ছিলেন। রায় ঘোষণার সময় সে আদালতে উপস্থিত ছিলো বলে জানিয়েছের বেঞ্চ সহকারি হাররুন অর রশিদ।

মামলা সূত্রে জানাগেছে, ২০০৮ সালের ৫ নভেম্বর বাকেরগঞ্জ বোয়ালিয়ার সৌদি প্রবাসি মাসুদ আলম খান নগরীর রুপাতলী এলাকায় ৭.৭৫ শতাংশ জমি ক্রয় করেন। প্রবাসির ভাইয়ের নির্দেশে আব্দুল মন্নান খান জমির নামপত্তন করতে বরিশাল সদর সহকারি সেটেলমেন্ট অফিসে কাগজপত্র জমা দেন। ওই বছর ১২ ডিসেম্বর শুনানী হয়। পেশকার আবু বকর সিদ্দিকী শুনানীর রায়ের কপি দিতে আব্দুল মন্নান খান কাছে ১ লাখ টাকা দাবী করেন। অনিচ্ছা সত্তে¡ও আব্দুল মন্নান ১০ হাজার টাকায় রফাদফা করেন। এরপ্রেক্ষিতে ১৩ ডিসেম্বর বরিশাল দুর্নীতি দমন কমিশনে আব্দুল মন্নান খান অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে দুদক কর্মকর্তারা সহকারি সেটেলমেন্ট অফিসে ফাঁদ পাতেন। সেই ফাঁদে দুদকের ¯^া¶র করা ১০ হাজার টাকাসহ ধরা পরেন আবু বকর সিদ্দিকী। ১৪ ডিসেম্বর আবু বকর সিদ্দিকীর বিরুদ্ধে দুদক আইনে মামলা দায়ের করেন উপ সহকারি পরিচালক আল আমিন। সাক্ষ্য প্রমানে অভিযোগ প্রমানিত হওয়ায় আদালত ওই রায় ঘোষণা করেন।

 

CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।