সবার সেরা স্বদেশে সংকীর্ণ সালিশে,
সহস্র স্বদেশী সন্তান স্বলোকে সহিদান
সেনা সৈনিক সোল্ডেড স্বার্থ সুবাসে,
সেরা সন্ত্রাস সেনাপ্রধানের সেই সম্মান।
স্বাধীন স্বদেশে সমৃদ্ধ সন্ত্রাস শৈরচার,
সাক্ষ্যিসমেত সম্বলহীন স্বার্থান্ধ সুবিচার।
সৈর-শাষকের সন্নিকটে সন্ধ্যার সিগনাল,
সেনাপ্রধানের সন্ত্রাসকান্ড স্বদেশে সুবিশাল।
স্বদেশের সকলে সৈরচার সরাও স্লোগানে,
সমস্ত সড়কে স্বাধীনতার স্বপক্ষে সমর্থনে।
সৈর-শাষকের স্বদেশে সুবিচারের সমর্থনে,
সকল সন্তান সড়কে সুবিচারের স্লোগানে।
CBALO/আপন ইসলাম