ঝালকাঠি নেছারাবাদ মাদরাসার প্রতিষ্ঠতা ও উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন মরহুম হযরত আযিযুর রহমান কায়েদ ছাহেব হুজুর রহ. এর সহধর্মিনী উম্মুল খায়ের (৯৫) মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে নেছারাবাদ গ্রামের বাড়িতে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।) তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তিনি ২ ছেলে ও ৩ কন্যা রেখে গেছেন। মরহুমার একমাত্র সাহেবজাদা মাওলানা মো. খলিলুর রহমান নেছারাবাদী হুজুর। নেছারাবাদ মাদরাসার অধ্যক্ষ মাওলানা গাজী মুহাম্মদ শহিদুল ইসলাম জানিয়েছেন, নেছারাবাদী হুজুর মাওলানা খলিলুর রহমান বর্তমানে পবিত্র ওমরাহ হজ্ব পালনের জন্য সৌদি আরবে অবস্থান করছেন।
মঙ্গলবার ভোর রাতে তিনি বাংলাদেশের উদ্দেশ্যে সৌদি ত্যাগ করবেন বলে আশা করা হচ্ছে। বুধবার রাতে তিনি ঝালকাঠি পৌছলে মরহুমার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।