পঞ্চগড়ের আটোয়ারী উপজেলাধীন ৪নং রাধানগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে এলজিএসপি-৩ এর আওতায় পিবিজি’র অর্থে সিসি রোড নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ সংলগ্ন ছোটদাপ এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রামীণ সিসি রোড নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান গোলাপ, রাধানগর ইউপি চেয়ারম্যান মোঃ আবু জাহেদ, আটোয়ারী উপজেলা প্রেক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। চেয়ারম্যান আবু জাহেদ জানান, এ রাস্তাটি পাকা করণ ব্যাপারে এলাকাবাসীর দাবী ছিল দীর্ঘদিনের। মুজিব শতবর্ষে আজ এলাকাবাসীর দীর্ঘদিনের দাবী বাস্তবায়ন হতে যাচ্ছে। তিনি বলেন, রাধানগর ইউনিয়ন পরিষদের এলজিএসপি-৩ এর আওতায় পিজিবি’র অর্থে ৬১১ ফুট সিসি রোড নির্মাণ কাজ উদ্বোধন হলো। যার ব্যয় ধরা হয়েছে ৭লাখ ৭৩ হাজার ৩৮০ টাকা। যার বরাদ্দের অর্থ বছর ২০১৯ -২০২০ এবং বাস্তবায়ন কাল হলো ২০২০- ২০২১ । উপজেলা নির্বাহী অফিসার রাস্তা নির্মাণ কাজ চলাকালীন রাস্তা সুরক্ষার জন্য এলাকবাসীকে সচেতনতা অবলম্বন করার আহবান জানান।
CBALO/আপন ইসলাম