শনিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নাটোরের সন্তান এনছাব আলী ভুইয়া নিখোঁজ

প্রকাশিত হয়েছে- বুধবার, ৩ ফেব্রুয়ারি, ২০২১

নাটোর শহরের উত্তর পটুয়াপাড়া মহল্লার মৃত ইসমাইল ভূইয়ার ছেলে এনছাব আলী ভুইয়া (৬৫ ) গত ২ ফ্রেবুয়ারী থেকে নিখোঁজ রয়েছেন। পারিবারিক সূত্রে জানা যায়, এনছাব আলী ভূঁইয়া দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। নিখোঁজ ব্যক্তির নাতি আব্দুল্লাহ আল মামুন ২ ফেব্রুয়ারী সকালে নানাকে চিকিৎসার জন্য রাজধানীর উত্তরা ৭ নং সেক্টরের হাই কেয়ার হাসপাতালে নিয়ে যান। ডাক্তার দেখানো শেষে ঐদিনই সন্ধ্যা ৬ টায় নাটোর আসার বাস ধরার জন্য নানা নাতি আব্দুল্লাহপুর বাস ষ্টেশনে যায়। সেখান থেকেই নিখোঁজ হোন এনছাব আলী ভূইয়া। পরে খোঁজাখুঁজির পরও তাঁর সন্ধান মেলেনি। তাঁর গায়ের রং কালো । উচ্চতা আনুমানিক ৫ ফুট ৫ ইঞ্চি, মুখমণ্ডল লম্বাটে ও হালকা-পাতলা গড়নের। মুখে দাঁড়ি রয়েছে। নিখোঁজের সময় তার পরণে ছিল সাদা পাঞ্জাবী,সাদার উপর কালো চেকের প্যান্ট ছিল। এ ঘটনায় রাজধানীর উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর-১৬০/২১) করা হয়েছে। কোনো হৃদয়বান ব্যক্তি সন্ধান পেয়ে থাকলে নিকটস্থ থানায় অথবা ছেলে আলমগীর ভূইয়ার মুঠোফোন নম্বরে (০১৭২৫৪০০৫৪৫) যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে।

 

CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।