ময়মনসিংহের নান্দাইল উপজেলার বীরবেতাগৈর ইউনিয়নের বীরকামটখালী গ্রামের হোসেন আলীর পুত্র লাল মাহমুদ ও ভাতিজা পারভেজ মিয়া প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত অবস্থায় মমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এছাড়া ঘটনাস্থলে আহত বিকাশ ব্যবসায়ী লাল মাহমুদের নিকট থেকে প্রতিপক্ষরা লক্ষাধিক টাকা ছিনতাই করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। নান্দাইল মডেল থানায় দায়েরকৃত এজাহার থেকে জানাযায়, একই গ্রামের প্রতিবেশী মৃত জয়নুদ্দিন ফকিরের পুত্র সিরাজ উদ্দিন, সিরাজ উদ্দিনের পুত্র ইব্রাহীমের নেতৃত্বে কৌশলগতভাবে মঞ্জিলা খাতুন, নাজমা আক্তার, সুমা আক্তার ও জেসমিন আক্তার নামে ৪ মহিলাকে নিয়ে পূর্বপরিকল্পিতভাবে গত রোববার (৩১শে জানুয়ারি) রাত সাড়ে ৮ ঘটিকার সময় স্থানীয় বাজার থেকে বাড়িতে আসার পথে ব্যবসায়ী লাল মাহমুদ ও তার চাচাতো ভাই পারভেজ মিয়ার উপর হামলা চালায়।
এতে প্রতিপক্ষের রামদার কোপে লাল মাহমুদ ও পারভেজ মিয়া মাথায় গুরুতর রক্তাক্ত জখম হয় এবং এসময় প্রতিপক্ষরা আহত লাল মাহমুদের নিকট থেকে নগদ ১ লাখ ৫ হাজার টাকা ছিনাইয়া নিয়ে যায়। পরে তাদের আর্তচিৎকারে স্থানীয় লোকজনের সহায়তায় আশংকাজনক অবস্থায় তাদেরকে দ্রুত মমেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে এ ঘটনায় লাল মাহমুদের পিতা হোসেন আলী বাদী হয়ে নান্দাইল মডেল থানায় একটি এজাহার দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনার পরপরই প্রতিপক্ষরা বাদী সহ আহত ব্যক্তির পরিবারের লোকজনকে বিভিন্ন ধরনের হুমকী সহ উল্টো থানায় মিথ্যা মামলা দায়েরের চেষ্টা করে যাচ্ছে বলে বাদী হোসেন আলী জানান।
CBALO/আপন ইসলাম