সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মঙ্গলবার দুপুরের সময় শাহজাহানপুর খেলার মাঠের সরকারি জায়গা থেকে অবৈধ দোকানগুলো উচ্ছেদ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদ হাসান খান এ আদালত পরিচালনা করেন।
উল্লাপাড়া পৌর এলাকার শাহজাহানপুর খেলার মাঠের সরকারি জায়গা দখল করে বেশ ক’টি দোকান গড়া হয়েছিল। এতে মাঠ টিতে খেলাধুলার সমস্যায় এলাকাবাসীরা স্থানীয় উপজেলা প্রশাসনে অভিযোগ করেন। অভিযোগে পেয়ে অবৈধ দখলদার দোকানীদের দখল ছেড়ে দিতে নোটিশ দেয়া হয়। এ নোটিশ পেয়েও অবৈধ দখল ছেড়ে না দেয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তা উচ্ছেদ করা হয়।
CBALO/আপন ইসলাম