রবিবার , ২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ২রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বরিশালে অপরিকল্পিতভাবে গ্রামের মধ্যে যাত্রী ছাউনি নির্মাণ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি, ২০২১

বাজার ছেড়ে গ্রামের মধ্যে নিজ বাড়ির পাশে অপরিকল্পিত ভাবে যাত্রী ছাউনি নির্মাণ করে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছেন জেলা পরিষদের সদস্য উর্মিলা বাড়ৈ।

সরেজমিনে দেখা গেছে, ২০১৮-১৯ অর্থবছরে জেলা পরিষদের অর্থায়নে উজিরপুর উপজেলার জল্লা-কুড়ালিয়া বাজারের দক্ষিণ দিকে ইটের রাস্তার পাশে গ্রামের মধ্যে তিন লাখ টাকা ব্যয়ে টিনসেড একটি যাত্রী ছাউনি নির্মাণ করা হয়। মেসার্স মা-বাবার দোয়া নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান প্রকল্পটি বাস্তবায়ন করেন। যাত্রী ছাউনির গায়ে লাগানো প্লেটে লেখা রয়েছে সৌজন্যে জেলা পরিষদের সদস্য উর্মিলা বাড়ৈর নাম।

স্থানীয়রা জানান, অপরিকল্পিত ভাবে নির্মিত এ যাত্রী ছাউনি সাধারণ পথচারীদের কোন উপকারে আসবেনা। যাত্রী ছাউনিটি বাজারের মধ্যে কিংবা মূল সড়কের পাশে নির্মাণ করা হলে পথচারীরা সুবিধা ভোগ করতে পারতো। এ বিষয়ে জেলা পরিষদের সদস্য উর্মিলা বাড়ৈ বলেন, যাত্রী ছাউনি নির্মাণ করতে কেউ জায়গা না দেয়ায় বাজারের মধ্যে ও রাস্তার পাশে নির্মান করা সম্ভব হয়নি। তবে এ ব্যাপারে রির্পোট না করার জন্য তিনি অনুরোধ করেন।

 

CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।