‘মানব সেবার উপর অন্য কোনো সেবা নাই , মানব সেবা পরম ধর্ম, তাই ‘মানবিক ভাঙ্গুড়া’ সংগঠনের সকল সদস্যকে এই প্রকৃত সত্য উপলদ্ধি করতে হবে। তা হলেই মানবিক ভাঙ্গুড়া সংগঠনের স্বার্থকতা রক্ষা হবে। তাই সকলে রাজনীতির উর্ধে থেকে মানবিক সহায়তা নিয়ে আমরা সকলে আমাদের আশে পাশের অসহায়, দুঃস্থ্যদের পাশে দাড়াব।’ ‘মানবিক ভাঙ্গুড়া’ নামক একটি অরাজনৈতিক সংগঠন কর্তৃক সংর্বধিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত পৌর মেয়র গোলাম হসনাইন রাসেল এ কথা গুলি বলেন।
‘মানবিক ভাঙ্গুড়া’ সভাপতি মেহেদী হাসান মামুন এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনটির উপদেষ্টা মন্ডলীর সদস্য ও নবনির্বাচিত কাউন্সিলর মো. বরাত আলী, কাউন্সিলর মো. ইব্রাহিম হোসেন ইমরান,আজাদ খাঁন, মো. শওকত আলী রঞ্জু, সংগঠনটির পৃষ্টপোষক মন্ডলীর সদস্য, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি, জেলা পরিষদ সদস্য গুলশাহানারা লিপি, সাবেক অষ্টমনিষা ইউপি চেয়ারম্যান সুলতানা জাহান বকুল, যুব নেতা মোকলেছুর রহমান সাইদ,যুব নেতা আবুল কালাম আজাদ, ছাত্রলীগ সভাপতি ইমরান হাসান আরিফ, গোলাম মোস্তফা কামাল, সংগঠটির মহিলা বিষয়ক সম্পাদক সুলতানা রাজিয়া মুক্তা। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন ‘মানবিক ভাঙ্গুড়া’র সাধারণ সম্পাদক সজল আহম্মেদ পাভেল।
বক্তারা সকলেই মানবিক ভাঙ্গুড়া’র পাশে থেকে তাদের মানবিক কার্যাক্রম গুলি চালিয়ে নিতে সংগঠনটির পাশে থাকার প্রত্যায় ব্যক্ত করেন। এরপর সংগঠনটির পক্ষ থেকে নব নির্বাচিত মেয়র গোলাম হাসনাইন রাসেল, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মো.বরাত আলী ও ১ নং ওয়ার্ড কাউন্সিলর মো. ইব্রাহিম হোসেন ইমরানকে ফুলের মালা দিয়ে সংবর্ধনা প্রদান করেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর ছাত্রলীগের সভাপতি প্রভাষক হেলাল উদ্দীন খাঁন, মানবিক ভাঙ্গুড়া সংগঠনের সদস্য বৃন্দ ও সাংবাদিক বৃন্দ সর্বশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কুমড়াডাঙ্গা জামে মসজিদের পেশ ইমাম মুফতি মোঃ ওবায়দুল্লাহ।
CBALO/আপন ইসলাম