শনিবার , ২০শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৮শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চাটমোহরে জমির মাটি যাচ্ছে অবৈধ ইটভাটায়, পুড়ছে কাঠ ; প্রশাসন নিরব

প্রকাশিত হয়েছে- সোমবার, ১ ফেব্রুয়ারি, ২০২১

নিয়ম-নীতি উপেক্ষা করে খনন হচ্ছে ফসলি জমি। খননের মাটির বেশিরভাগই যাচ্ছে যত্রতত্র গড়ে ওঠা লাইসেন্স বিহীন ইটভাটায়। খননে কমছে ফসলি জমির পরিমাণ, ইটভাটায় ব্যাহত হচ্ছে ফল-ফলাদিসহ ফসল উৎপাদন, আর ঘটছে বায়ু দূষণ। একইসাথে অবৈধভাবে স্থাপিত ইটভাটায় কয়লার পরিবর্তে পুড়ছে কাঠ। জনমনে প্রশ্ন দেখা দিয়েছে- কিভাবে প্রকাশ্যে এই বে-আইনি কর্মকা- চলছে। ঘটনাটি ঘটছে পাবনার চাটমোহর উপজেলায়।

সংশ্লিষ্ট জমির মালিকের সঙ্গে চুক্তির মাধ্যমে খননের কাজটা করে দিচ্ছেন মাটির ব্যবসায়ীরা। তারাই টাকার বিনিময়ে মাটি সরবরাহ করছেন ইটভাটায়,নির্মাধীন বিভিন্ন স্থাপনায়। ফসলি জমি খননে বেশি লাভবান হচ্ছে ইটভাটা আর মাটি ব্যবসায়ীরা। ফসলি জমি খননে জড়িত মাটি ব্যবসায়ীদের আইনের আওতায় আনলে বন্ধ হবে এই কর্মযজ্ঞ- এমনটাই মনে করছেন এলাকাবাসী।

এলাকাবাসী জানায়-বিভিন্ন প্রলোভনে ফসলি জমি খনন করতে জমির মালিকদের উদ্বুদ্ধ করছেন মাটি ব্যবসায়ীরা। জমির মালিক রাজি হলে ভেকু মেশিন দিয়ে খনন কাজ শুরু করছেন তারা। ফলে অল্প দিনের ভেতরেই জমির রুপ পরিবর্তন হয়ে পরিণত হচ্ছে পুকুরে। বেশিরভাগ সময় খননের মাটি পরিবহন করা হচ্ছে মেঠো সড়কে। ফলে একদিকে মানুষের ব্যবহারের অনুপযোগী হচ্ছে সংশ্লিষ্ট সড়ক,অন্যদিকে মাত্রারিক্ত ধুলা সৃষ্টি হওয়ায় ঘটছে বায়ু দূষণ। অ্যাজমাসহ শ্বাসকষ্ট রোগে ভুগছেন স্থানীয়রা। সম্প্রতি গুনাইগাছায় আঞ্চলিক পাকা সড়কে ইট বহনকারী ট্রলির সঙ্গে সংঘটিত দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন একজন মোটরসাইকেল মালিক। দুর্ঘটনাস্থল থেকে অল্প দুরুত্বেই রয়েছে একটি লাইসেন্স বিহীন ইটভাটা। ঔ ইটভাটাকে কিছুদিন আগে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

খোঁজ নিয়ে জানা গেছে,উপজেলায় ইটভাটা রয়েছে ১১টি। এসব ইটভাটা গড়ে ওঠেছে ফসলি জমির মাঠে,পাকা সড়ক আর বসতি এলাকার পাশেই। কিছু ইটভাটার পাশে আছে বাজারও। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হালনাগাদ তথ্য অনুযায়ী-এসব ইটভাটার একটিরও জেলা প্রশাসকের কার্যালয়ের লাইসেন্স নেই। পরিবেশ অধিদফতরের ছাড়পত্র আর পণ্যে মান নিয়ন্ত্রণ সংস্থা বিএসটিআই’র অনুমোদন আছে মাত্র একটির। বাকিগুলো দিব্যি ব্যবসা করছেন ইউনিয়ন পরিষদ থেকে নেওয়া ট্রেড লাইসেন্স দিয়ে। বিধান রয়েছে বসতি এলাকা ও পাকা সড়কের ধারের কাছে ইটভাটা করা যাবে না। এসকল ইটভাটায় অবাধে পোড়ানো হচ্ছে কাঠ। রাতেই কাঠ পোড়ানোর উৎসব চলে।

কৃষিবিদরা জানিয়েছেন,ইটভাটার ধোয়া ফসল উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলছে,নেতিবাচক প্রভাব ফেলছে নানা জাতের দেশিয় ফল উৎপাদনেও। ঘটছে বায়ু দূষণ। ফসলি জমির খননযজ্ঞ বন্ধে ও লাইসেন্স বিহীন ইটভাটার মালিকদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সৈকত ইসলাম বলেন,ফসলি জমি কেটে পুকুর খননের অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইটভাটার বিষয়টি দেখভাল করবে জেলা প্রশাসন।

 

CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।