মানিকগঞ্জের শিবালয়ে ভেজাল খেজুরের সন্ধান পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেন। এ অপরাধে আজ সোমবার (১ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার ইন্তাজগঞ্জ এলাকায় দুইজনকে সাত হাজার টাকা জরিমানা করা হয়।
গুড়ে ভেজাল মিশ্রণের অপরাধে জরিমানার শিকার অপরাধী ব্যক্তিরা হলেন রাজশাহী থেকে আগত মৌসুমি ব্যবসায়ী মশগুল ও ভেজালকারীর স্থানীয় পৃষ্ঠপোষক গুড়ের ব্যাপারী বিল্লাল কাজীকে ওই অর্থদন্ড দিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা সূত্রে জানা গেছে, অস্বাস্থ্যকর ও ভেজাল দ্রব্য দিয়ে খেজুরের গুড় তৈরী হচ্ছিল এমন অভিযোগের ভিত্তিতে আজ ভোরে জেলা প্রশাসক মানিকগঞ্জ এস এম ফেরদৌসের নির্দেশে বিভিন্ন গ্রামে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এতে মৌসুমি ব্যবসায়কে ২ হাজার ও ভেজালকারীর স্থানীয় পৃষ্ঠপোষক গুড়ের ব্যাপারীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভেজাল গুড় তৈরি বন্ধের নির্দেশনা দেয়া হয়েছে।
অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর হরিরামপুর, কার্যকরী সদস্য ক্যাব, মানিকগঞ্জ ও ব্যাটালিয়ন আনসার মানিকগঞ্জ। ভেজাল প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা ওই সহকারী পরিচালক।
CBALO/আপন ইসলাম