তৃতীয় ধাপে জেলার গৌরনদী পৌরসভা নির্বাচনে ৭নং ওয়ার্ডের পরাজিত কাউন্সিলর প্রার্থী ও তার সমর্থকরা হামলা চালিয়ে নবনির্বাচিত কাউন্সিলর প্রার্থীর সমর্থককে কুপিয়ে জখম ও অপর কাউন্সিলর প্রার্থীর বসতবাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
রবিবার দুপুরে গৌরনদী পৌরসভার ৭নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর সাখায়ত হোসেন সুজন জানান, শনিবার (৩০ জানুয়ারী) নির্বাচনের দিন সন্ধ্যায় তার সমর্থক সুমন খানসহ কয়েকজন সমর্থকরা আশোকাঠী মোল্লা বাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ফলাফল নিয়ে ফিরছিলেন পথিমধ্যে পরাজিত প্রার্থী দেলোয়ার সরদারের নেতৃত্বে সন্ত্রাসী জিয়া, শিমুল, রিপনসহ একাধিক সন্ত্রাসীরা হামলা চালিয়ে তার (সুজন) সমর্থক সুমনকে কুপিয়ে জখম করে। খবরপেয়ে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতাল ও পরে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।
একই ওয়ার্ডের অপর পরাজিত কাউন্সিলর প্রার্থী রফিকুল ইসলাম সুমন অভিযোগ করে বলেন, নির্বাচনের দিন রাতে পরাজিত কাউন্সিলর প্রার্থী দেলোয়ার সরদারের ভাতিজা সন্ত্রাসী জিয়ার নেতৃত্বে রিপন, আজমান, রাকিবসহ ৩০/৪০ জন তার (সুমন) আশোকাঠী গ্রামের বসতবাড়িতে হামলা চালিয়ে দুইটি মোটরসাইকেল ভাংচুরসহ ব্যাপক লুটপাট চালিয়েছে। উভয় ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।
CBALO/আপন ইসলাম