বৃহস্পতিবার , ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১২ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ঠাকুরগাঁওয়ে করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু ; নতুন করে ১৭ জন আক্রান্ত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৯ মে, ২০২০
মোঃ দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘন্টায় আরো নতুন করে ১৭ জনের দেহে করোনার উপস্থিতি শনাক্ত করা হয়েছে।এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়াল ৮৪ জনে।
এদিকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে এক যুবকের মৃত্যু  হয়েছে।তার নমুনা সংগ্রহ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
 সিভিল সার্জন ডা, মাহফুজার রহমান সরকার জানান,সর্বশেষ  এম আব্দুর রহিম মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী জেলায় নতুন করে আরও ১৭জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি  শনাক্ত হয়েছে।
আক্রান্তরা যথাক্রমে সদর উপজেলার রহিমানপুরে ২জন, পীরগঞ্জে হরিপুরে ২ জন রানীশংকৈলে ১জন এবং বালিয়াডাঙ্গীতে ৯ জন।
এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৪ জনে। হাসপাতালের তত্বাবধায়ক ডা,চপল জানান,বৃহস্পতিবার ভোরে শ্বাসকষ্ট নিয়ে বালিয়াডাঙ্গী উপজেলার নেংটিহারা গ্রামের এক যুবক হাসপাতালে ভর্তি হয়।চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।তিনি করোনায় মারা গেছেন কিনা তা নিশ্চিত হতে মৃতের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য দিনাজপুর পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।
সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান সরকার জানান, ঠাকুরগাঁও  জেলায় এখন পর্যন্ত কেউ করোনায় মারা যায় নি।তবে মৃত ব্যক্তির রিপোর্ট পাওয়ার পর বলা যাবে তিনি আসলে করোনায় সনাক্ত ছিলেন কিনা।গত ২৪ ঘন্টায় ৬৮জনের নমুনা করোনা পরীক্ষার জন্য দিনাজপুর পাঠানো হয়েছে। এপর্যন্ত পাঠানো হলো ১৪৫০ জনের নমুনা। তবে রিপোর্ট পাওয়া গেছে ১২৪৫ জনের।১১৭৮ জনের ফলাপল নেগেটিভ ও ৮৪ জনের পজেটিভ।তন্মধ্যে ২৩ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।