শনিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

গোলাপগঞ্জ পৌর নির্বাচন শান্তিপুর্ণ ভাবে শেষ হয়েছে; চলছে ভোট গননা

প্রকাশিত হয়েছে- শনিবার, ৩০ জানুয়ারি, ২০২১
শান্তিপুর্ণ ভাবে শেষ হয়েছে গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচন। এখন চলছে ভোট গননা। গননা শেষ হলেই জানা যাবে কে হয়েছেন গোলাপগঞ্জের পৌরসভার মেয়র।
আজ শনিবার (৩০জানুয়ারী) গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনে সকাল ৮টা থেকে ৯টি কেন্দ্রে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়। প্রতিটি ভোট কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিত রয়েছে লক্ষনীয়। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে দায়িত্বরত প্রিজাইডিং অফিসারদের সাথে কথা বলে জান যায়, গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনের ভোট গ্রহন শান্তিপূর্নভাবে চলছে।
দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে দায়িত্বরত প্রিজাইডিং অফিসারদের সাথে কথা বলে জান যায়, গোলাপগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের সরকারী এমসি একাডেমী স্কুল এন্ড কলেজ ভোট সেন্টারে মোট ভোটার সংখ্যা ২৩০১ জন। তারমধ্যে  ভোট কাষ্ট হয়েছে ৫০০টি। ৩নং ওয়ার্ডের ভোট সেন্টার ঘোষগাঁও ইসলামীয়া মাদ্রাসা ১৮৩৬ জন ভোটারের মধ্যে এখানে ভোট পড়েছে ৩৭০টি। ৪নং ওয়ার্ডের ভোট সেন্টার হাজি জছির আলী সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটার সংখ্যা ২৪০৪ জন। ভোট কাস্ট হয়েছে ৭৫০টি । ৫নং ওয়ার্ডের ভোট সেন্টার দাড়িপাতন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মোট ভোটার সংখ্যা ২৭০৬ জন। ভোট পড়েছে ৭০০টি। ৬নং ওয়ার্ডের ভোট সেন্টার : ঘোগারকুল সরকারী প্রাথমিক বিদ্যালয় ২৭৪৯ জনের মধ্যে ভোট পড়েছে ৯১৮টি। ৭নং ওয়ার্ডের ভোট সেন্টার রনকেলী ২নং সরকারী প্রাথমিক বিদ্যালয় মোট ভোটার সংখ্যা ২৯৫৫ জন। ৮নং ওয়ার্ডের ভোট সেন্টার কোয়ালিটি স্কুল, উপজেলা কমপ্লেক্স, রনকেলী ইয়াগুলে ভোটার সংখ্যা ২৮০৯ জন ও ৯নং ওয়ার্ডের ভোট সেন্টার সৈয়দ তানভীর হোসেন সরকারী প্রাথমিক বিদ্যালয়, রনকেলী নুরুপাড়া ভোটার সংখ্যা ২৬৩৩ জন। তিনটি সেন্টারের মধ্যে রনকেলী ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট পড়েছে ৭২৩টি, উপজেলা সংলগ্ন কোয়ালিটি স্কুলে ভোট পড়েছে ৭২০টি ও রনকেলীর সৈয়দ তানভীর হোসেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোট পড়েছে ৭০০টি।
CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।