আঃ আলিম সরদার,রাজশাহী প্রতিনিধি :
রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার ৩৮ টি মসজিদের ইমাম-মোয়াজ্জিনদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় তাহেরপুর পৌরসভার অফিসে এই চেক বিতরণ করা হয়। করোনা ভাইরাসের কারণে খাদ্য সংকটে পড়ে ইমাম-মোয়াজ্জিনরা।
তাদের কথা চিন্তা করে অন্যদের মতো ইমাম মোয়াজ্জিনদের কেউ আর্থিক সহযোগিতার উদ্যোগ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকরোনা ভাইরাসের কারনে সামাজিক দুরত্ব বজায় রেখে প্রতিটি মসজিদের ইমাম মোয়াজ্জিনদের মাঝে ৫ হাজার টাকার চেক বিতরণ করেন তাহেরপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, দপ্তর সম্পাদক জাহিদ আকরাম, রইচ উদ্দিন কমিশনার, জাহাঙ্গীর আলম পৌর স্টাফ, সকল মসজিদের সভাপতি , পৌর ৯ টি ওয়াডের কমিশনার, প্রমুখ।