পঞ্চগড়ের আটোয়ারীতে প্রভাত সংগঠনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেলে উপজেলার মির্জাপুর ইউনিয়নের পাখরতলা গ্রামে আনুষ্ঠানিকভাবে প্রায় তিনশত অসহায় শীতার্তের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল ও স্যুয়েটার বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রভাত সংগঠনের কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ রিয়াজ উদ্দীন। সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব আলী বলেন, ‘প্রভাত’ একটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এ সংগঠন সমাজের সেবামুলক কাজের সাথে সম্পৃক্ত। সংগঠনের প্রধান কার্যালয় ঢাকা, মিরপুর-১। তিনি বলেন,উত্তরাঞ্চলে ব্যপক শীত ও ঠান্ডার কথা ভেবে সামান্য শীতবস্ত্র নিয়ে ঢাকা থেকে ছুটে এসেছি অসহায় শীতার্তদের পাশে দাড়াবার জন্য। এসময় উপস্থিত ছিলেন, প্রভাত সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক বর্ণালী চৌধুরী লোপা, আব্দুর রাজ্জাক , আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাহেরুল ইসলাম প্রমুখ।
CBALO/আপন ইসলাম