শুক্রবার , ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বরিশালে মায়ের হত্যাকারীর ফাঁসির দাবিতে দুই ছেলের মানববন্ধন

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১

নগরীর ২৮নং ওয়ার্ডের শেরে বাংলা সড়কের মা মঞ্জিলে বড় ভাইয়ের স্ত্রী বিলকিস বেগমকে তার সাত বছরের নাবালক শিশু সন্তান ইমন শরীফের সামনে কুপিয়ে হত্যাকারী ছোট চাচার ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন নিহতের দুই পুত্র।

সোমবার বেলা সাড়ে ১১টায় নগরীর প্রাণকেন্দ্র সদর রোডে অনুষ্ঠিত মানববন্ধনে নিহতের নাবালক সন্তান ইমন শরীফ (১৪) ও তার ছোট ভাই শান্ত শরীফ (১২) সহ নিকট আত্মীয় ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় পুলিশের অভিযানে গ্রেফতার হয়ে কারাগারে থাকা মুলঘাতক ছোট চাচা আলম শরীফের ফাঁসির দাবি করে বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙ্গে পরেন সেইদিনের প্রত্যক্ষদর্শী নিহতের পুত্র ইমন শরীফ।

বক্তারা বলেন, বর্তমানে হত্যাকারী আলম শরীফের ভাড়াটিয়া সন্ত্রাসীরা মামলা উত্তোলনের জন্য নিহতের পিতা ও মামলার বাদি মফিজ উদ্দিন হাওলাদারকে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করে আসছে। প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মামলার বাদি মফিজ উদ্দিন হাওলাদার, ইমনের নানী শাহিনুর বেগম, মামা সিব্বির আহমেদ, বসির আহমেদ, নাসির উদ্দিন প্রমুখ।

উল্লেখ্য, জোরপূর্বক ব্যাংকের চেকে স্বাক্ষর নেয়ায় ব্যর্থ হয়ে ২০১৩ সালের ১৪ ডিসেম্বর রাত আনুমানিক আটটার দিকে বিলকিস বেগমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে তার ছোট দেবর আলম শরীফ। মুমূর্ষ অবস্থায় প্রথমে তাকে শেবাচিম হাসপাতালে ও পরবর্তীতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫১দিন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।