রবিবার , ২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ২রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বরিশালে চেয়ারম্যান ও মেম্বার গ্রুপের মধ্যে উত্তেজনা ; সংঘর্ষের আশঙ্কা

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১

ভিজিডি কার্ডের চাল কম দেয়ার প্রতিবাদ করায় প্রকাশ্যে ইউপি সদস্যকে মারধর করেছেন চেয়ারম্যান। এ ঘটনার পর থেকে চেয়ারম্যান ও মেম্বারের সমর্থকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এনিয়ে যেকোন সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী। ঘটনাটি জেলার বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের।

সোমবার সকালে সরেজমিনে ওই ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুর রহমান রিপন অভিযোগ করেন, শিলনদিয়া (রাস্তার মাথা) নামক এলাকায় বসে রবিবার সকাল দশটার দিকে ভিজিডির উপকারভোগীদের চাল দেয়ার কার্যক্রম চলছিলো। এসময় ইউপি চেয়ারম্যান তারেকুল ইসলাম তারেক সরদারের উপস্থিতিতে প্রতিজন সুবিধাভোগিকে ৩০ কেজির স্থলে ৪/৫ কেজি করে চাল কম দেয়ায় তিনি প্রতিবাদ করেন। এতে চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে প্রকাশ্যে তাকে (ইউপি সদস্য) মারধর করে ঘটনাস্থল থেকে তাড়িয়ে দেয়। পরে তিনি আগরপুর বাজারে এসে বিষয়টি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারকে মোবাইল ফোনে অবহিত করেন। কর্মকর্তারা তাৎক্ষনিক বিষয়টি ইউপি চেয়ারম্যানের কাছে জানতে চায়। এতে তিনি (চেয়ারম্যান) ক্ষিপ্ত হয়ে দ্বিতীয় দফায় হামলার জন্য তার সহযোগিদের নিয়ে আগরপুর বাজারে মোটরসাইকেল মহড়া নিয়ে তাকে (রিপন) খুঁজতে থাকে। এসময় আত্মরক্ষার্থে তিনি (ইউপি সদস্য) স্থানীয় পুলিশ তদন্ত কেন্দ্রে আশ্রয় নিয়ে প্রাণরক্ষা পায়। বিষয়টি তার (রিপন) সমর্থকদের মধ্যে ছড়িয়ে পরলে কয়েকশ’ সমর্থকরা জড়ো হয়ে চেয়ারম্যান গ্রুপের ওপর পাল্টা হামলার প্রস্তুতি নেয়। পরবর্তীতে ইউপি সদস্যর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলেও তার সমর্থকদের মধ্যে এখনও চরম উত্তেজনা বিরাজ করছে।

সোমবার দুপুরে ইউপি চেয়ারম্যান তারেকুল ইসলাম তারেক সরদারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ইউপি সদস্য হাবিবুর রহমান রিপন অন্য ওয়ার্ডের সুবিধাভোগিদের মাঝে ভিজিডি কার্ডের চাল দেয়ার সময় অহেতুক ঝামেলার সৃষ্টি করেছে। তাকে মারধরের অভিযোগ সঠিক নয়।

 

CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।