পাবনার ভাঙ্গুড়ায় অস্বাস্থ্যকর, বাসী ও নোংরা স্থানে খাবার রাখা দায়ে ৪ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। সোমবার(১৫ জানুয়ারি)পাবনা জেলা ভোক্তা অফিসের সহকারি পরিচালক মো.আব্দুস সালাম অভিযান চালিয়ে ২০০৯ সালের ভোক্তা অধিকার আইনে তিনি এই জরিমানা করেন। দোকান গুলি হলো শরৎনগর বাজারের অনিক সুইটস, ভাঙ্গুড়া বাসস্ট্যান্ড এলাকার ঘোষ সুইটস, বিসমিল্লাহ মোল্লা হোটেল ও হাসপাতাল রোডের মোল্লা হোটেল জানা গেছে, ভাঙ্গুড়া বাজারে বেশ কয়েকটি দোকানে দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর, বাসী ও নোংরা স্থানে খাবার রেখে বিক্রি করে আসছে এমন অভিযোগ ছিল।
সেই কারণে সোমবার পাবনা জেলা ভোক্তা অফিসের সহকারি পরিচালক মো. আব্দুস সালাম শরৎনগর বাজার ও ভাঙ্গুড়া বাজারে অভিযান চালায়। এসময় অস্বাস্থ্যকর, বাসী ও নোংরা স্থানে খাবার রাখার প্রমাণ মেলে। এই কারণে শরৎনগর বাজারের অনিক সুইটসের মালিককে ১০ হাজার টাকা, ঘোষ সুইটসের মালিককে ১০ হাজার টাকা, ভাঙ্গুড়া বাজারের বাসস্ট্যান্ড এলাকার বিসমিল্লাহ হোটেলের মালিককে ১হাজার ৫শত টাকা ও হাসপাতাল রোডে অবস্থিত মোল্লা হোটেলের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করেন। এসময় তার সাথে ছিলেন স্যানেটারি ইন্সেপেক্টর মো. নুরুল ইসলাম ও ভাঙ্গুড়া থানার এ এসআই আবুল কালামসহ সঙ্গীয় ফোর্স।