সিরাজগঞ্জ জেলা বিএনপির আয়োজনে রবিবার (২৪ জানুঃ) বাদ মাগরিব দলীয় কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকো’র ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু,সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি খ ম রকিবুল হাসান রতনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক হারুন অর রশিদ খান হাসানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং সিরাজগঞ্জ জেলা কোকো স্মৃতি পরিষদের নেতাকর্মী গন। আলোচনা সভা শেষে আরাফাত রহমান কোকোর বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন জেলা ওলামাদলের সদস্য সচিব হাফেজ মাওলানা নুরনবী হুসাইন।
মঙ্গলবার , ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
সিরাজগঞ্জে আরাফাত রহমান কোকোর ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী পালন
প্রকাশিত হয়েছে- রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১