সাইফুল ইসলাম, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায় ‘আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার’ মুজিববর্ষের এই স্লোগানকে সামনে রেখে গৃহহীন ও ভূমিহীন ৬২ টি পরিবারকে সরকারি ঘর উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (২৩ শে জানুয়ারি) সকাল দশটার দিকে উপজেলা পরিষদের কনফারেন্স হলরুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী কর্তৃক মধুপুরে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে এ উপহার হস্তান্তরও করা হয়েছে।
মধুপুরের ৬২ টি পরিবারের মাঝে ২ শতক করে জমি রেজিস্ট্রিকৃত কবুলিয়ত নামজারীকৃত খতিয়ান, ডিসিআর সহ ঘর প্রদান করা হয়েছে। এক্ষেত্রে প্রথম পর্যায়ে ২২ টি পরিবারের মাঝে জমির কাগজ পত্র ও চাবি হস্তান্তর করা হয়েছে।
আর এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা, এএসপি সার্কেল মধুপুরের কামরান হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম. এ. করিম, মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিক কামাল, মধুপুর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাছির সহ উপজেলার চেয়ারম্যানগণ, উপকারভোগী, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
CBALO/আপন ইসলাম