চাটমোহর (পাবনা) প্রতিনিধি :
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঠিকানা খুঁজে পেয়েছে পাবনার চাটমোহরের ৩০ অসহায় দরিদ্র ভূমিহীন পরিবারের সদস্যরা। আজ ২৩ জানুয়ারি শনিবার আনুষ্ঠানিক উদ্বোধনের সময় তারা জমির কবুলিয়ত দলিল ও ঘর বুঝে পান। জমি ও ঘর উপহার পেয়েছেন গৃহহীন মানুষগুলো। এতদিন ঠিকানাহীন থাকা এসব মানুষের চোখে-মুখে এখন শুধুই উচ্ছ্বাস বইছে আনন্দের বন্যা। ঠিকানা খুঁজে পেয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে ভোলেননি তারা। ঠিকানা পেয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন অসহায় মানুষগুলো। এসব ঘর নির্মাণে সর্বোচ্চ স্বচ্ছতা ও টেকসই নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
প্রতিটি পরিবারের জন্য নির্মাণ করা হয়েছে দুই কক্ষ ও এক বারান্দা বিশিষ্ট ঘর এবং সাথে আছে রান্না ঘর ও টয়লেট। এ উপলক্ষে চাটমোহর উপজেলা পরিষদে এক অনুষ্টানের আয়োজন করা হয়। এসময় চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈকত ইসলাম, ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক, মহিলা ভাইসচেয়ারম্যান প্রভাষক ফিরোজা পারভীন, সহকারী কমিশনার (ভূমি) শারমিন ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
CBALO/আপন ইসলাম