কামরুজ্জামান কানু,জামালপুর:
‘আশ্রয়নের অধিকার-শেখ হাসিনার উপহার’ এ শ্লোগান নিয়ে আশ্রয়ন প্রকল্প-২ এবং দূর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয়ের অর্থায়নে জামালপুরের মেলান্দহে ২৬৪ টি অসহায় ও দূস্হ পরিবার পেলেন ২৬৪ টি ঘড়। ২৩–জানুয়ারী শনিবার সকাল ১০-টায় নির্বাচিত উপকার ভোগীদের মাঝে পাকা ঘড় ও ২ শতাংশ জমী হস্তান্তর করাহয়েছে। মেলান্দহ মির্জা আজম আধুনিক অডিটরিয়ামে এক অনুষ্টানে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেছেন আজ শনিবার সকাল ১০-টার পর পরই স্থানীয় ভাবে তাদেরকে ওই ঘর বুঝিয়ে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার তামিম আল ইয়ামিন। উপজেলা নির্বাহী অফিসার তামিম আল ইয়ামিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইংজিনিয়ার কামরুজ্জামান চেয়ারম্যান উপজেলা পরিষদ। মো: সিরাজুল ইসলাম সহকারী কমিশনার (ভূমী) মেলান্দহ , আরোও উপস্হিত ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ মেলান্দহ উপজেলা শাখা, এসি ল্যান্ড :জিন্নাহ সাধারন সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ মেলান্দহ উপজেলা শাখা, এম এম মইনুল হক অফিসার ইনচার্জ মেলান্দহ থানা,আব্দুর রাজ্জাক পি আই ও, সকল চেয়ারম্যান, সকল রাজনীতি নেতৃবৃন্দ সুফল ভোগী প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর দেওয়া আশ্রয়ন প্রকল্প-২ এবং দূর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয়ের অর্থায়নে প্রথম পর্যায়ে ২৬৪ টি ঘড়। প্রত্যেকটি ঘড়ে সহজ শর্তে বিদ্যুৎ সংযোগ ও টিউবওয়েল স্থাপন করা হচ্ছে। প্রধানমন্ত্রী উদ্বোধনের পরই সকলের উপস্থিতিতে নির্বাচিত ভূমিহীনদের মাঝে জমির দলিল ও ঘড় হস্তান্তর করা হবে।